অবরোধের শেষ দিনেও ফেরি চলাচলে মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌরুট অচল ছিল। বাসসহ যানবাহনের অভাবে ফেরিগুলো অলস বসে ছিল। মাঝে মধ্যে কয়েকটি মালবাহী ট্রাক পারাপার করতে দেখা গেছে। ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। লোকাল বাসসহ ছোট ছোট যানবাহন চলাচল করেছে কিছু।
এদিকে বৃহস্পতিবার সকালে শ্রীনগর উপজেলার কুকুটিয়া বাজারে হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল ১০টার দিকে বিএনপির ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বাজারের দোকানপাট বন্ধ করতে বলে।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজারের খাজা ক্লিনিকের মালিক শাহজাহান চিশতি এর প্রতিবাদ করলে হরতাল সমর্থকরা তাকে মারধর করে।
পরে আওয়ামী লীগ সমর্থকরা সংগঠিত হয়ে হরতাল সমর্থকদের ধাওয়া দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু’গ্রুপের অন্তত ৫ জন আহত হয়। এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহর উপকণ্ঠের চরকেওয়ারস্থ টরকি থেকে হামিদপুর ব্রিজ এলাকায় অবরোধ করে স্থানীয় বিএনপি।
জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম মিজি, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনির মিজি, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক সরকার ও ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিজি অবরোধের নেতৃত্ব দেন।
এদিকে অবরোধের পঞ্চমদিনে বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে গজারিয়া থানার এসআই জসিমউদ্দিন বাদী হয়ে উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদকসহ ৩২জন দলীয় নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে ওই মামলাটি দায়ের করেন।
এমটিনিউজ২৪
Leave a Reply