গজারিয়ায় ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভিটিকান্দি এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যবলেটসহ সৈয়দ আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটিকান্দি এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমকে আটক করা হয়।


আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply