ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আ. কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
শনিবার বিকেলে জেলা ছাত্রদলের এক জরুরি বৈঠক শেষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. জসিমউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে শহরস্থ দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবিতে রোববার মুন্সীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply