সিরাজদিখানে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

aaaMunshigonjমুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পাঁচটি বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জন জয়িতাকে বিশেষ সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে সিরাজদিখান উপজেলা প্রশাসন।

সোমবার দুপুর ১২টায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা জানানো হয়। এ সময় শ্রেষ্ঠ জয়ীতা কুলসুম আক্তার কলি, শ্যামলী আক্তার, সালেহা বেগম, আসমা বেগম, রিফা ইয়াসমীন তাদের জয়ী হওয়ার ঘটনা বর্ননা করেন।

জয়িতারা বলেন, জীবনে হাজার কষ্টের চড়াই ওতরাইয়ের ফলে আজ আমরা এ অবস্থায় পৌছে জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা বলতে পেরে জীবনের শেষ সময়ে জয়ীতা হলাম। প্রশাসনের পক্ষথেকে এই সামাজিক পুরষ্কার জীবনে স্বরনীয় হয়ে থাকবে। সম্মাননা অনুষ্ঠানে ৫ শ্রেষ্ঠ জয়ীতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেরা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল কাশেম। অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম, সিরাজদিখান জার্ন্যালিস্ট এসোসিয়েশনের সভাপতি সবুত দাস রনক, উপজেলা প্রকৌশলি মোঃ শাহজাহান আলী, জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, সিরাজদিখান উপজেলা নির্বাচন কর্মকর্তা কাবেরী রায়, সিরাজদিখান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদ প্রমুখ।

অতিথি বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের এ আয়োজন এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে । শ্রেষ্ঠ জয়িতাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা অনুদান তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply