গজারিয়ায় ২টি গাড়িতে আগুন, ৯টি গাড়ি ভাঙচুর

oborodh1ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পিকআপভ্যান ও মাইক্রোবাসে আগুন ও ৮/৯টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। মঙ্গলবার সকাল ৬টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি পেট্রল পাম্প ও বাউশিয়ার বক্তারকান্দি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মেঘনা-গোমতী সেতুর কাছে ৬/৭টি গাছ কেটে মহাসড়কে ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় তারা। এছাড়া বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অবরোধকারীরা।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের বালুয়াকান্দি পেট্রল পাম্পের কাছে একটি পিকআপভ্যান ও বক্তারকান্দি এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

এ সময় তারা মহাসড়কে চলন্ত অবস্থায় থাকা পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ ছোট বড় ৮/৯টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

ভবেরচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ জানান, পিকআপভ্যানে আগুন ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গেই পুলিশ আগুন নিভিয়ে ফেলেছে। এতে সামান্য ক্ষতিগ্রস্ত পিকআপভ্যানটি নিজ গন্তব্যে চলে গেছে।

তবে অন্য কোনো যানবাহনে ভাঙচুর করা হয়েছে কিনা তার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

তিনি আরও জানান, গাছ কেটে মহাসড়কে ফেলে রাখলে পুলিশ গিয়ে তা সরিয়ে ফেলে। এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply