মুন্সীগঞ্জ পৌর শহরে ফরাজী বাড়ী খেয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে মারধর করার জের ধরে বৃহস্পতিবার ধলেশ্বরী শাখা নদীতে দীর্ঘ ৪ ঘন্টা যাত্রী পারাপার বন্ধ থাকে। এঘটনাটি বৃহস্পতিবার সকাল ৬ টা হতে ১০ টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টা ইঞ্জিন চালিত ট্রলার যোগে ফরাজী বাড়ী ও চরকিশোরগঞ্জের মধ্যে খেয়া পারাপার বন্ধ থাকে। এর ফলে দুই এলাকায় শত শত যাত্রী দুর্ভোগের কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরকিশোরগঞ্জ এলাকার মো: স্বপন মিয়া নামে এক যুবক সকাল ৬ টার সময় খেয়াঘাটে এলে সামান্য কথা কাটাকাটি নিয়ে ফরাজী বাড়ী এলাকার কতিপয় এক যুবকে মারধর করে। এসময় খেয়াঘাটে উত্তেজনা দেখাদিলে ট্রলারে যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটি ও পুলিশের মধ্যস্থতায় ফরাজী বাড়ী ও চরকিশোরগঞ্জ দুই এলাকার যুবকদের মধ্যে সমঝোতা হয়। এতে সকাল ১০টার সময় ধলেশ্বরী শাখা নদী বক্ষে পূণরায় খেয়াঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক হয়ে উঠে।
এবিনিউজ
Leave a Reply