মুন্সীগঞ্জ-১ ও ২ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র প্রত্যাহার

মুন্সীগঞ্জ-১ ও ২ আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ মনোনিত প্রার্থী ১ আসনের এড. সিরাজুল ইসলাম ও ২ আসনের মো: নোমান মিয়ার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার পড়ন্ত বিকেল সোয়া ৪ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন দাখিল করেছেন।


জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী এড. সিরাজুল ইসলাম ও মুন্সীগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী মো: নোমান মিয়া দলীয় সিদ্ধান্ত ও নিদের্শনা পেয়ে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন। তিনি আরও জানান, সব দলের অংশগ্রহণের মধ্যদিয়ে নির্বাচন হলে সেখানে জাতীয় পার্টি থাকবে। দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হবে এরূপ প্রত্যাশা করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিনিউজ

Leave a Reply