মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক সাইফুল্লা ভূঁইয়া

svজাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৩-এ মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কাজী কসবা কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. সাইফুল্লা ভূঁইয়া। তিনি দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। অত্যান্ত হাস্যজ্জল শিক্ষক কে. এম. সাইফুল্লা ভূঁইয়া। সাহিত্য ও সংস্কৃতি জগতের একজন নিবেদিত কর্মী। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারের একজন গণিতের প্রশিক্ষক।


বিগত বছরগুলোতে তার বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তিসহ ১০০% সাফল্য অর্জন করেছে। তিনি ১৯৯২ সালে বিক্রমপুর চাঁদের হাট কর্তৃক মরহুম অধ্যক্ষ বি. এম. রহমান সাহিত্য পুরস্কার প্রাপ্ত হন। তিনি বি. এস. সি বি. এড, এম. এ এল. এল. বি সমাপ্ত করেছেন। শিক্ষকতা ছাড়াও তিনি অসংখ্য কবিতা, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী লিখেছেন। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার রচিত ও প্রকাশিত কাব্য গ্রস্থ ‘ধূসর বিবর্ণ’ প্রকাশিত হয়েছে। কবিতা সংকলন হলো পাঠচক্র, স্বাক্ষর। জাতীয় কবি সংগঠন অনুপ্রাস কর্তৃক প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তার গবেষণা গ্রন্থ (প্রাথমিক শিক্ষা পরিদর্শণ ব্যবস্থা একটি সমীক্ষা অপ্রকাশিত)।

১৭ মে ১৯৯০ সাল থেকে অদ্যাবদি তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সভা-সেমিনারে সাফল্যের সাথে অংশ গ্রহণ করেছেন এবং প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য একজন নিরলস কর্মী হিসেবে কাজ করে আসছেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক, স্ত্রী ফাতেমা আক্তার বিপা একজন গৃহিনী। গত ১৭ নবেম্বর ঢাকা বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-১৩ এ পর্যায়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেণ। তিনি জেলা শিল্পকলা একাডেমীর আজীবন সদস্য। তিনি সকলের দোয়া প্রার্থী।

এবিনিউজ

Leave a Reply