মুন্সীগঞ্জে হাজারো কন্ঠে ধ্বনিত হল জাতীয় সংগীত

ঘড়ির কাটায় বিকাল ৪টা ৩১ মিনিট। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনের সাথে মুন্সীগঞ্জের শিল্পকলা চত্ত্বরে শহীদ মিনার প্রাঙ্গনে হাজারো মানুষের কন্ঠে এক সাথে শোনা যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি …. সারা দেশের মত মুন্সীগঞ্জেও জাতীয় সঙ্গীত গেয়ে মুখরিত করে নানা শ্রেণি পেশার মানুষ। সঙ্গীত শেষে বিশাল জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

এ সময় অন্যান্যর মধ্যে অংশ নেন সাবেক মেয়র এড মজিবুর রহমান, সনাকের সাবেক সভাপতি খালেদা খানম, প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাবেক সভাপতি শহীন মো আমানুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবু, থিয়েটার সার্কেলের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী,এড নাসিমা আক্তার, এস এম সুমন, রামপাল কলেজের অধ্যক্ষ জাহঙ্গীর হাসান, জাতীয় দলের সাবেক ফুটবলার স্বপন দাস, সাব্বির হোসেন জাকির আদুস সাত্তার প্রমুখ। এছাড়া এর সাথে একাত্মতা ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক এড মৃনাল কান্তি দাস। পরে এড মৃনাল কান্তি দাসের নেতৃত্বে শহরে এক বিজয় মিছিল বের হয়।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply