১৪০০ কোটি টাকা ঋণ দেবে চীনা আর্থিক প্রতিষ্ঠান

aaaMunshigonjমুন্সীগঞ্জে গার্মেন্ট শিল্প পার্ক
মুন্সীগঞ্জের বাউশিয়ায় গার্মেন্ট শিল্প পার্ক স্থাপনে ১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দেয়ার আগ্রহ দেখিয়েছে চীনের দুটি বিদেশী আর্থিক প্রতিষ্ঠান। পার্কটির ভূমি উন্নয়নে এ অর্থ ব্যবহার করা হবে। কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেয়া হবে, তা যাচাই-বাছাই করছে বস্ত্র খাতসংশ্লিষ্ট দুই সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিজিএমইএ ও বিকেএমইএর সমীক্ষা অনুযায়ী, পার্কটির ভূমি উন্নয়নে ১ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন হবে। পরে এ পরিমাণ ঋণ দিতে আগ্রহ দেখায় চীনভিত্তিক হংকং কেআরডি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্রুপ লিমিটেড ও দাদা অ্যান্ড কোম্পানি। গতকাল শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বোর্ড সভায় দুই সংগঠনের সভাপতিকে নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়। এ কমিটি কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া হবে, তা চূড়ান্ত করবে। এছাড়া উপযুক্ত উদ্যোক্তা বাছাইয়ের পদ্ধতিও চূড়ান্ত করবে। চলতি মাসের মধ্যেই প্রতিষ্ঠান চূড়ান্ত করে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে জানা গেছে।


মুন্সীগঞ্জের বাউশিয়ায় গার্মেন্ট শিল্প পার্ক গড়তে সরকারের পক্ষ থেকে ৫৩০ একর জমি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল। পরে মোট জমির পরিমাণ চূড়ান্ত হয় ৫৭০ একর। কথা ছিল জমি পেলে বিজিএমইএ ও বিকেএমইএর সহযোগিতায় উদ্যোক্তারা নিজস্ব উদ্যোগে পার্কের অবকাঠামো গড়ে তুলবেন। পরে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনও (আইএফসি) এ প্রকল্পে অর্থায়নে এগিয়ে আসে। একইভাবে আগ্রহ প্রকাশ করে চীনভিত্তিক হংকং কেআরডি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্রুপ লিমিটেড। গতকাল সংগঠনের নেতারা ঋণ নেয়ার বিষয়টিতে একমত হয়েছেন।

এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ঋণ দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর শর্ত যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব দেয়া হবে।

বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বলেন, আগ্রহী প্রতিষ্ঠানগুলো ঋণ দিতে বাংলাদেশের ব্যাংকগুলোর ব্যাংক গ্যারান্টি দাবি করছে। আর এ ধরনের ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগে। এসব জটিলতা দূর করতেই আলোচনা করছি।


সংশ্লিষ্টরা জানান, মুন্সীগঞ্জের এ শিল্প পার্কে জমি উন্নয়নের পর যোগ্য ব্যক্তির প্লটপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে সংগঠনের নেতারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্লট বুকিং পেতে বছরে ১২ লাখ ডলারের বেশি রফতানি করে এমন প্রতিষ্ঠানের ডাউন পেমেন্ট দিতে হবে মোট মূল্যের ৪০ শতাংশ। অন্যদিকে ১২ লাখ ডলারের কম রফতানি করে এমন প্রতিষ্ঠানের ডাউন পেমেন্ট দিতে হবে মোট মূল্যের ২০ শতাংশ।

১-৩-৫ বিঘা হিসেবে প্লটের আবেদন অনেক আগে থেকেই নিতে শুরু করেছে বিজিএমইএ ও বিকেএমইএ। মোট ১ হাজার ১০০ প্লটের জন্য ১ হাজার ৭০০ আবেদন জমা পড়েছে বিজিএমইএতে। অন্যদিকে বিকেএমইএর কাছে আবেদন জমা পড়েছে ১১৯টি। এর মধ্যে ১ বিঘা ২৪, ৩ বিঘা ৩২ এবং ৫ বিঘার জন্য ৬৩টি প্লটের আবেদন জমা পড়েছে। এছাড়া অনুষঙ্গ প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএপিএমইএরও জমি পাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাউশিয়ায় গার্মেন্ট পার্কে শিল্প স্থাপনে প্রয়োজনীয় চাহিদার তুলনায় জমি অনেক কম। সরকারের কাছ থেকে পাওয়া ৫৭০ একর জমিতে কারখানা স্থানান্তরে সামর্থ্যবান বড় উদ্যোক্তারাই বেশি আবেদন করেছেন। কিন্তু প্রয়োজন ও আগ্রহ থাকলেও শুধু সামর্থ্যের অভাবে বাউশিয়ায় শিল্প স্থানান্তরে তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
প্রসঙ্গত, দেশের তৈরি পোশাক কারখানার ২৫ শতাংশ পরিকল্পনা অনুযায়ী গড়ে উঠেছে। বাকি ৬০ শতাংশ কারখানা বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য তৈরি ভবনে এবং ১৫ শতাংশ ভাড়া বাড়ি থেকে কারখানায় রূপান্তর করা হয়েছে।

বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজীম বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শিল্প স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কারখানাগুলো স্থানান্তরে অগ্রাধিকার দেয়া হবে। আর উপযুক্ত ও যোগ্য উদ্যোক্তাদের প্রয়োজনে আর্থিক সহায়তা দিতে ঋণের ব্যবস্থা করা হবে।

বনিক বার্তা

Leave a Reply