ইমতিয়াজ বাবুল: সিরাজদিখানে একটি মন্দিরে চুরি হবার খবর পাওয়া গেছে। বুধবার রাতের কোন এক সময়ে চোররা অভিনব কায়দায় চুম্বকের সাহায্যে দু’টি পিতলের মুর্তি, একটি পিতলের খাট ও মুর্তির গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন চুির হয়েছে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের ধীরেন বারৈর বাড়ির মন্দিরের পিতলের তৈরী রাধা-কৃষ্ঞ ও গোপাল মুর্তি, রাধাকৃষ্ঞের মুির্তর খাট ও মুর্তির গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন রাতের আধারে চুরি হয়েছে। দেয়াল দিয়ে ঘেরা ধীরেন বারৈর বাড়ির মুর্তির ঘরটি অধা-পাকা ও গ্রীল দিয়ে নির্মাণ হওয়া সত্ত্বেও মন্দিরের তালা না ভেঙে মুর্তিগুলি চুরি হওয়ায় রহস্য দেখা দিয়েছে।
এ ব্যাপরে মন্দিরের মালিক ধীরেন বারৈ জানান, সকালে মন্দিরে তালা খুলে দেখতে পাই মুর্তিগুলো নেই। ধারণা করছি চোররা আভিনব কায়দায় চুম্বক ব্যবহার করে মুর্তিগুলোকে গ্রীলের কাছে এনে গ্রীলের ফাঁকা দিয়ে বের করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, এ ব্যাপারে তিনি অবগত নয়। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply