মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে হাত-পা ও মুখ বাধাঁ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে মোল্লাপাড়া এলাকায় ধলেশ্বরী নদীর পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে অন্য কোথাও হত্যার পর লাশ নদীতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বাংলানিউজটোয়েন্টিফোর
=============
মুন্সীগঞ্জে ধলেশ্বরী রক্ষা বাঁধে অজ্ঞাত যুবকের লাশ !
মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীর রক্ষা বাঁধের উপর পুলিশের দায়িত্ব অবহেলার কারনে রোববার রাতে সাড়ে ৪ ঘন্টা যাবত পড়ে আছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ।
তার হাত-পা ও চোখ-মুখ গামছা দিয়ে বাঁধা। অন্যত্র কোথাও হত্যাকান্ড ঘটিয়ে ২ টি সিমেন্টের বস্তা বেঁধে যুবকের লাশ নদীতে ফেলে গুমের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বিকেল ৩ টার দিকে লাশটি ভাসতে ভাসতে রক্ষাবাঁধের উপর এসে আটকে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা যুবকের লাশ দেখে তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়।
এলাকাবাসীর অনুরোধ সত্বেও রাত ৮ টায় রক্ষাবাঁধে লাশ উদ্ধারে পুলিশের তৎপরতা দেখা যায়নি। সেখানে জনতার মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসানের সঙ্গে মোবাইল ফোনে কল করে যোগাযোগ করা হলে পুলিশ অবশ্যই লাশ উদ্ধার করবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।
যমুনা নিউজ
Leave a Reply