৭৮তম জন্মদিনে রাবেয়া খাতুনের নিজ গ্রামে একক বইমেলা আজ (২৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের নিজ গ্রামে তাঁর একক বইমেলা অনুষ্ঠিত হবে। লেখিকার ৭৮তম দিনে এই আনুষ্ঠানিকতার আয়োজন করেছে ‘রাবেয়া খাতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’। সকালে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ে রাবেয়া খাতুনের দেয়া একটি কামিনী ফুল গাছ রোপণের মধ্য দিয়ে বইমেলা উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে মেলার পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে আরও উপসি’ত থাকবেন প্রকাশক ফরিদ আহমেদ, মনিরুল হক, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী ও স’ানীয় চেয়ারম্যান হাজী আবদুস সালাম। মেলা উপলক্ষে শুভেচ্ছা বাণী প্রদান করেছেন রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, চাষী নজরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, আনিসুল হক ও মৌলি আজাদ। ‘রাবেয়া খাতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ এর আহ্বায়ক কাজী হাসান ও সদস্য সচিব রাসেল মাহমুদ সবাইকে মেলায় আমন্ত্রণ জানিয়েছেন।
Leave a Reply