সাগুফতা ইয়াসমীন এমিলীর অস্বাভাবিক সম্পত্তি

emily11সাগুফতা ইয়াসমীন এমিলীর স্থাবর ও অস্থাবর মোট সম্পত্তির মুল্য তিন কোটি ৪০লক্ষ টাকা। নির্বাচনী এলাকা নম্বর ১৭২ মুন্সীগঞ্জ ২ সাগুফতা ইয়াসমীন এমিলী স্বামী মোঃইমদাদুল ইসলাম, শিক্ষাগত যোগ্যতা এম,এস,সি। বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলীর চাকুরী হতে বার্ষিক আয় ১৯,২৭৫৫৮/-টাকা ।

অস্থাবর সম্পত্তির পরিমানঃ নগদ টাকাঃ নিজ়ের নামেঃ৫,২৪৭৯১/-

স্বামীর নামেঃ৮,৫০০০০/-

ব্যাংক ওআর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমান:

নিজ়ের নামেঃ১৮,৪৯৮৩১/-

স্বামীর নামেঃ২,০০০০০/-

বন্ড ,ঋনপত্র স্টক এক্সেচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত না এর পরিমান: স্বামীর নামেঃ৩৭,০০০০০/

বিভিন্ন ধরনের সঞ্চয় পত্র বা স্থায়ী আমানতের বিনিয়োগ:

স্বামীর নামেঃ ৩১,০০০০০/- মটোর গাড়ী , বাস ট্রাকঃ নিজ নামেঃ ল্যান্ড ক্লুজারঃ ৬০,৯৯,৭৮৮/- স্বর্ন ও অন্যান্য মুল্যবান ধাতুঃ নিজ নামেঃ২০ ভরি মুল্য ৮০,০০০/- স্বামীর নামেঃ ৮০,০০০/- ইলেক্ট্রনিক্স সামগ্রীঃ ৮৪,০০০/- আসবাব পত্রঃ ৫৫,০০০/- স্থাবর সম্পত্তিঃ কৃষি জমির পরিমানঃ ৩৯.৫ শতাংশ মুল্য ৮, ৪৮,৬০০/- অকৃষি জমি নিজ নামেঃ ৫ কাঠার প্লট, মুল্যঃ ২১,৯৫,৯৩৩/- দালানঃ ৫ কাঠা জায়গার উপর নির্মিত দালানঃ ৮৪,১২,৪৫২/- বাড়ী / এপার্টমেন্টঃ স্বামীর নামেঃ ২ টি এপার্টমেন্টঃ ২৩,২১,০০০/- দায়ঃ বিএইচএফসিঃ৫০,০০,০০০/ ফ্লাট বিক্রির অগ্রীম পরিমানঃ৩৪,১৩,৯৯১/- হামিম ডিজাইন লিঃ ২৩,০৫,৯৭১/-

মুন্সিগঞ্জ টাইমস

Leave a Reply