মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজট

mawatruckঢাকা-মাওয়া মহাসড়কে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় শুরু হয়ে রাতের বাকী সাড়ে ৩ ঘন্টা যাবত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে ২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকা পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় ওই যানজটের চিত্র ছাপিয়ে গেছে। যানজটে যাত্রীবোঝাই, পন্যবাহী ট্রাক ও প্রাইভেটকারসহ ৪ শতাধিক হাল্কা ও ভারী যানবাহন আটকা পড়েছে।


বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) শেখর চন্দ্র রায় জানিয়েছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহর শুক্রবার বিকেল ৪ টার দিকে মাওয়া ফেরীঘাট হয়ে লৌহজং কলেজ মাঠে যায়। এতে মাওয়া চৌরাস্তা থেকে জেলার সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকা পর্যন্ত কোন যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি। তাছাড়া মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরী পারাপার বন্ধ থাকে।

প্রধানমন্ত্রী সন্ধ্যা নাগাদ লৌহজং কলেজ মাঠ ও পরে শ্রীনগর ষ্টেডিয়ামের জনসভায় বক্তৃতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচলে নিষেধ থাকলে প্রধানমন্ত্রীর প্রস্থানের পর মহাসড়কে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপ পড়ে যায়। ফলশ্রুতিতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রাত ৯ টা পর্যন্ত যানজটের আটকা রয়েছে শত শত যানবাহন।

যমুনা নিউজ

Leave a Reply