“মার্চ ফর ডেমোক্রেসি” ঘিরে ফেরী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাট থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে ২ কিলেমিটার এলাকা জুড়ে পন্যবাহী ট্রাক জট লেগেছে। ৩ শতাধিক পন্যবাহী ট্রাক আটকা পড়েছে মাওয়াঘাটে।
ফেরী পারাপারের লক্ষ্যে শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ওই ৩ শতাধিক পন্যবোঝাই ট্রাক মাওয়াঘাটে এসে আটকা পড়ে। এতে লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকা পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটার এলাকা জুড়ে এই ট্রাক জটের দৃশ্য দেখা গেছে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে স্থানীয় সাংবাদিকরা এ সব তথ্য নিশ্চিত হতে পেরেছে। আপাতত: ট্রাক জট নিরসনের উপায় নেই বলে দাবী করেছে পুলিশ। ট্রাক জটের কারনে দক্ষিনবঙ্গের ২৩ জেলা ভোগ্যপন্য ও ব্যবহারিক পন্য সামগ্রী যেতে পারছে না।
যমুনা নিউজ
Leave a Reply