টঙ্গীবাড়ীতে আ’লীগ প্রার্থী এমিলির উঠান বৈঠক ও গনসংযোগ

emily1ব.ম শামীম: মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের আ’লীগ মনোনিত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি মঙ্গলবার টঙ্গীবাড়ী উপজেলার বড়লিয়া, রাউৎভোগ, ধীপুর, মারিয়ালয়,বাক্ষ্রানভিটা এলাকায় উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান এমিলী পারভীন, টঙ্গীবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি জগলুল হাওলাদার ভুতু, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, লিটন মাঝি, বাচ্চু মাঝি, রেজাউর রহমান ডিউক, নবীন কুমার রায়, রাহাত খান রুবেল, স্বপন মাঝি, আল-আমিন মোল্লা, পলাশ কান্ত রায়, আ. জব্বার, ডালিম, ইকবাল হোসেন প্রমুখ।

Leave a Reply