মুন্সীগঞ্জে আলোচিত আ.লীগের ৪ নেতা

al4শেখ মো.রতন: আসন্ন ১০’ম সংসদ নির্বাচন ঘিরে মুন্সীগঞ্জের আওয়ামীলীগের রাজনীতিতে দলীয় মনোনয়ন পাওয়া-না পাওয়া নিয়ে বিদায়ী বছর-২০১৩ জুরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন জেলার শীর্ষ চার নেতা।

এরা হলেন-বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি গার্ড ও জেলা আ’লীগের সভাপতি মো: মহিউদ্দিন, কেন্দ্রীয় আ’লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি ও সাংসদ হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।


মহাজোট সরকারের চালকের আসনে থাকা আওয়ামীলীগের সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে নানা গুজব-রটনার মধ্য দিয়ে ২০১৩ বছর জুড়ে আলোচনায় ছিলেন আ’লীগের এ চার নেতা।

ওয়ান ইলেভেনের পর টানা ২ বার সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মুন্সীগঞ্জের আওয়ামীলীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি গার্ড ও জেলা আ’লীগের সভাপতি মো: মহিউদ্দিন যুগের অবসান ঘটেছে বলে বিদায়ী বছরের আলোচিত ঘটনা ছিল।

মিডিয়ার সামনে কেন্দ্রীয় আ’লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করার আগ-মূুহুর্ত পর্যন্ত মুন্সীগঞ্জ-৩ আসনে মহিউদ্দিনের ও মৃনাল কান্তির মধ্যে কে মনোনয়ন পাচ্ছেন-তা নিয়ে ছিল যত জল্পনা-কল্পনা।
al4
জেলা আ’লীগের দলীয় সুত্রের দাবী, শেষ মূহুর্তে মৃনাল কান্তির মনোনয়ন নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের রাজনীতিতে মহিউদ্দিন যুগের অবসান ঘটেছে।

ওয়ান ইলেভেনের পটভূমিতে গেলো নবম জাতীয় সংসদ নির্বাচনে আতœগোপনে থাকা মহিউদ্দিন সে বারও মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। মহিউদ্দিনকে টেক্কা দিয়ে দলীয় মনোনয়ন পাওয়ায় মৃনাল কান্তি নি:সন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ঘুনে ধরা মুন্সীগঞ্জ-আ’লীগের রাজনীতির হাল ধরেছেন তিনি।

এদিকে জনপ্রিয়তা হারান সরকারের ক্ষমতার মেয়াদে কর্মীদের নানা অপকর্মের জন্য মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। তাই বিদায় বছর জুড়ে চলে এই দু’জনকে নিয়ে। মনোনয়ন নাও পেতে পারেন এমনটাই কানা-ঘুষা চলে সর্বত্র। সবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে ২ জনই নিজ নিজ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন পান।

এটিএনবিডি

Leave a Reply