মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারনে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ফেরি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ নৌরুটের ফেরি চলাচলন বন্ধ হয়ে যায়। ফেরি কর্তৃপক্ষ সূত্র জানান, সোয়া ১১ টার দিকে উভয় ঘাট থেকে ৫ টি ফেরি ছেড়ে যায়। তবে মাঝ পদ্মার মাগুরখন্ড ও হাজরা চ্যানেলে ফেরি গুলো বেশ কিছু যানবাহন নিয়ে নোঙ্গর করে রাখতে হয়।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) চন্দ্র শেখর জানান, ঘনকুয়াশার কারনে নৌরুটের ২ টি পয়েন্টে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ কাকলী, টাপলু, প্রবাল ও রানীক্ষেত নোঙ্গর করে রাখা হয়েছে। ফেরি গুলোতে পন্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

এ দিকে উভয় পারে ৪ শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়।

শীর্ষ নিউজ

Leave a Reply