মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৪০০ কেজি হরিণের মাংস ও ১৪৯ টি অতিথি পাখি উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে পাগলা কোস্টগার্ড অভিযান চালিয়ে “এম ভি ফারহান-৩” নামের ঢাকাগামী একটি লঞ্চ থেকে মাংস ও গলাকাটা পাখি উদ্ধার করা হয়।
পাগলা কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার, সাব লেফটেনেন্ট হাছানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিয়া থেকে ঢাকা গামী “এম ভি ফারহান-৩” নামের যাত্রীবাহী লঞ্চ থেকে মাংস ও পাখি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, বরিশালের কালিগঞ্জ থেকে ফারহান লঞ্চটিতে নিষিদ্ধ এ সকল মালামাল উঠে। তখন কোস্টগার্ডের একটি টিম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট এলাকায় অবস্থান করতে থাকে। তবে এর সাথে জড়িতরা যাত্রীদের সাথে মিশে যায় বলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
যমুনা নিউজ
Leave a Reply