মুন্সীগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা

balot-boxদশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে’র দুটি আসনে ভোট গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোগ গ্রহণের জন্য এসব ভোট কেন্দ্রে গুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিটি কেন্দ্রে মোবাইল ডিউটি, কেন্দ্র ডিউটি ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচন উপলক্ষে বিজ্ঞ বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও থাকবেন। মাঠে থাকবে মোবাইল কোর্ট ও সামারি ট্রায়ালের ব্যবস্থা। জেলা পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনী, বিজিবি, ৠাব, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসার মোতায়েন থাকবে ।

ভোট গ্রহণ চলাকালে যাতে কোনো ধরণের নাশকতা না হয় সেজন্য জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) অধীনে সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা ও ফোর্স মোতায়েনের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। চলমান পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ,নির্বাচনে কোনো মহল বা কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া একটি আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় ঐ আসন নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এড.মৃনাল কান্তি দাস ।
balot-box
মুন্সীগঞ্জ-১ শ্রীনগর উপজেলার ১৪টি ও সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকা। এখানে মোট ভোটার ৩ লাখ ৭৯,৭৫৬। এর মধ্যে পুরুষ ১,৯১,৫৭৬টি ও মহিলা ভোটার ১ লাখ ৮৮,১৮০টি রয়েছে। মুন্সীগঞ্জ-২ লৌহজং উপজেলার ১০টি ও টঙ্গীবাড়ি উপজেলার ১২টিসহ মোট ২২টি ইউনিয়ন নিয়ে মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকা গঠিত। এখানে মোট ভোটার রয়েছে ২,৬৫,৭২৪। এর মধ্যে পুরুষ ভোটার ১,৩৭,২২০ ও মহিলা ভোটার ১,২৮,৪৯৪ রয়েছে।

মুন্সিগঞ্জ টাইমস

Leave a Reply