শেষ মুহুর্তে এমিলির নৌকার পক্ষে গনজোয়ার

emily spমুন্সীগঞ্জ-২
ব.ম শামীম: মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির (নৌকার) পক্ষে শেষ মুহুর্তে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ আসনের আওয়ামীলীগ নেতৃবৃন্দ দীর্ঘদিনের কোন্দল ভূলে জোড়ে-সোড়ে প্রচরনার কারনে নৌকার পালে হাওয়া বইছে।

স্বতন্ত্র প্রার্থী এসপি মাহবুব উদ্দিন আহমেদ (আনারস) বেশ জোড়ে-সোড়ে প্রচারণা শুরু করলেও বর্তমানে একঘরে হয়ে পরেছেন। টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়াব কাজী ওয়াহিদ লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি প্রথমে নেতাকর্মি নিয়ে এসপি মাহবুবের পক্ষে প্রচারনা করলেও শেখ হাসিনা গত ২৭ ডিসেম্বর শুক্রবার এ আসনের লৌহজং ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ২ উপজেলা চেয়ারম্যানকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেওয়ার পরে তারা নৌকার পক্ষে কাজ শুরু করেন।


এরপর থেকেই অনেকটা একঘরে হয়ে পরে স্বতন্ত্র প্রার্থী মাহবুব উদ্দিন। সর্বশেষ গত বুধবার বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজ মাঠে সাগুফতা ইয়াসমিন এমিলির বিশাল নির্বাচনী জনসভায় পূর্ণরায় নৌকার পক্ষে নেতা-কর্মিদের কাজ করার নির্দেশ দেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। ফলে চাঙ্গা হয়ে উঠে নেতা কর্মিরা। দির্ঘদিনের ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা। তাছাড়া হুইপ এমিলি এলাকার ব্যাপক উন্নায়ন করায় সাধারণ জনগনও সতুষ্ট হয়ে তার পক্ষে কাজ করছেন বিধায় এ আসনে নৌকার গনজোয়ার বইছে।


এদিকে এ আসনের ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহনের পস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলার ১২টি এবং লৌহজং উপজেলার ১০টি মোট ২২টি ইউনিয়ন নিয়ে মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২লাখ ৬৫ হাজার ৭২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৭ হাজার ২২০জন ও মহিলা ১লাখ ২৮ হাজার ৪৯৪ জন।

Leave a Reply