দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজদিখানের একটি নির্বাচন কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়ার গুজব ছড়িয়ে পড়েছে। সিরাজদিখান থানার ওসি মো. আবুল বাসার ঘটনা ঘটেনি বলে অস্বীকার করেছেন। তবে, এলাকার একাধিক সূত্র জানিয়েছেন, ভোট কেন্দ্রের কাছে সড়কে নাড়ায় আগুন ধরিয়ে দেয়া হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বয়রাগাদি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে নাড়ায় আগুন ধরিয়ে দেয় কে বা কারা। এ ঘটনার পর কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়ার গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনা জানার জন্য স্থানীয় সংবাদ কর্মীরাও ব্যতিব্যস্ত হয়ে পড়েন।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply