মুক্তারপুর সেতুতে বিএনপির মিছিল ও সমাবেশ

bnphartalমুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে ব্যারিকেড দিয়ে মুন্সীগঞ্জে হরতাল পালন করেছে স্থানীয় বিএনপি। ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর-পাল্লার যানবাহন চলাচল করছে না। তবে আভ্যন্তরীণ সড়ক গুলোতে লোকাল বাস, প্রাইভেটকার, মাইক্রোসহ হাল্কা যানবাহন চলাচল করছে। মাওয়া-কাওড়াকান্দি, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ, মীরকাদিম-সদরঘাট নৌরুটে ফেরি, লঞ্চ, সি-বোট পারাপার অব্যাহত রয়েছে। হাট-বাজারসহ বিভিন্ন লোকালয়ে মানুষে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, মুক্তারপুর সেতুতে বিএনপির মিছিল ও সমাবেশ চলাকালে সেখানে অবস্থান নেয় বিজিবি।


এদিকে, শনিবার বেলা ১১ টার দিকে শহরের থানারপুলস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে শহর বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একেএম ইরাদত মানুর নেতৃত্বে শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে হরতাল সমর্থিত একটি বিক্ষোভ মিছিল। ওই মিছিলটি মুক্তারপুর গিয়ে সেখানে সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে আরেকটি বিশাল মিছিল বের হয়। মিছিল শেষে মুক্তারপুরস্থ ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দক্ষিণপাশে পাদদেশে অবস্থান নেয় বিএনপির হাজারো নেতাকর্মী। পরে সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক শাহীন মিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি মোখলেছুর রহমান বকুল, শহর যুবদলের সভাপতি এনামুল হক, টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।
bnphartal
মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply