মাকহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমউদ্দিন (২২) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মাকহাটি এলাকার ইকরাম কোল্ড স্টোরেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক শেরপুর জেলার ডোবারচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

এসময় সানোয়ার মিয়া (১৯) ও সানিক (৩০) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত শ্রমিকরা জানান, ইকরাম কোল্ড স্টোরেজে বহুতল ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় আকস্মিকভাবে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তিন নির্মাণ শ্রমিক। এতে ঘটনাস্থলেই নাজিমউদ্দিনের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply