মুন্সীগঞ্জে পৌষের সাংস্কৃতিক অনুষ্ঠান

পৌষের সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুর্ছনায় মুগ্ধ করে দর্শক হৃদয়। প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের ধলেশ্বরীর ঘেষা ছাদে বসে এই আসর। ধলেশ্বরীর কুয়াশার চাঁদর সব মিলিয়ে প্রকৃতি আর গানে যেন একাকার। জেলা প্রশাসন ও কলেজ যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অীতথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। অতিথি ছিলেন সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ২৪ ফ্লিড রেজিমেন্ট আর্টিলারি লে. কর্ণেল আনোয়ার মাহমুদ, মেজর নওরোজ নিকুশিয়ার, মেজর মাসুদ, ক্যাপ্টেন মঈন, ক্যাপ্টেন হাসান এবং বিজিবির মেজর শাহিনুর রহমান ও মেজর এরশাদ।


এছাড়া পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সরকারী হরঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর নূরুল আমিন হেলাল, সিভিল সার্জন ছিলেন কাজী শরিফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির সরকার, এডিসি ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূইয়া, এডিসি সাগরিকা নাসরিন, এডিসি মু. সারোয়ার মুর্শেদ চৌধুরী, এডিশনাল এসপি জাকির হোসেন মজুমদার, প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, ডা. এহসানুল করিমসহ জেলা প্রশাসেনর সকল কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ। ছাত্রছাত্রীরা সঙ্গীত ও নৃত্য এবং এক শিক্ষক কৌতুক পরিবেশন করে। পরে শীতের নানা বিশেষ খাবারে অতিথিদের আপ্যায়ন করা হয়।

স্বদেশ

Leave a Reply