শীতার্তদের পাশে ব্রাদারহুড

bhএকঝাঁক তরুণ প্রজন্মের সমন্বয়ে গঠিত মুন্সীগঞ্জ ব্রাদারহুড কমিউনিটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার বেলা ১১ টার দিকে শহরের বাগমামুদালী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বার্তা ডটকমের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু, মুন্সীগঞ্জ ব্রাদারহুড কমিউনিটির উপদেষ্টা মো. শাহরিয়ার হাসান জিসান, সাইফুল ইসলাম, মিজানুর রহমান শিমুল, সংগঠনের সভাপতি আকিব জাভেদ সিহান, সাধারণ সম্পাদক রাফসান জেনি নাফিস প্রমুখ।


উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন ব্যাচভিত্তিক তরুণদের নিয়ে গঠিত ‘মুন্সীগঞ্জ ব্রাদারহুড কমিউনিটি’। সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করাই হচ্ছে এই সংগঠনটির মূল লক্ষ্য। ‘শীতার্তদের পাশে আমরা’ শ্লে¬াগান নিয়ে কাজ শুরু করেছে ‘মুন্সীগঞ্জ ব্রাদারহুড কমিউনিটি’।
bh
গত ২৫ ডিসেম্বর থেকে সংগঠনটির ১৫০ জন সদস্য মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শীতার্তদের জন্য শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করেন।

এমটিনিউজ২৪

Leave a Reply