মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

press-club-munshiganjশেখ মো.রতন: সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জামায়াত-শিবিরের হামলা-নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মুন্সীগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিস, বীর মুক্তিযোদ্ধা ও সন্মিলিত সংাস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, মোবারক হোসেন পরান, মুক্তিযোদ্ধা মো: আশা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারন সম্পাদক কাজী সাব্বির আহমেদ কীপু, সমকালের মামুনুর রশিদ খোকা, বাংলাদেশ সময়ের শেখ মো. রতন, দেশ টিভির সুজন হায়দার জনি, এনটিভির মঈনউদ্দিন সুমন, এটিএন নিউজের ভবতোষ চৌধুরী নুপুর, আমাদের অর্থনীতির নাদিম মাহামুদ ও ভোরের সময়ের সামছুল হুদা হিটু প্রমুখ।
press-club-munshiganj
এ সময় খোলামেলা কথা-বার্তায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘুদের উপর জুলুম-নির্যাতন প্রসঙ্গ গুরুত্ব পায়। উঠে আসে একাত্তরের রনাঙ্গনের বীর গাঁথা কাহিনী। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সদর উপজেলার চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ দীর্ঘক্ষন মিডিয়া কর্মীদের সামনে একান্ত কথা বলেন।

এটিএনবিডি

Leave a Reply