দিঘীরপাড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরন

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় ‘সার্ভিস সিভিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর আয়োজনে ৭০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ৭০০ জন রোগীকে ঔষুধসহ ২৪০ জনের মধ্যে চশমা বিতরন করেন।

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার দিঘিপাড় এ,সি ইনিস্টিটিউশন প্রাঙ্গনে লায়ন্স কাব অফ ঢাকা গ্রেটার ও উপজেলার অন্তরা সংগীত নিকেতন পরিচালনা পর্ষদ এর সহযোগিতায় বিনামূল্যে এ চক্ষু চিকিৎসার শিবিরের আয়োজন করা হয়।


আয়োজক কমিটি জানান, তিন জন ডাক্তারসহ ৩৪ জনের একটি টিম এ চিকিৎসা সেবা দেন। এ সময় রোগীদের মাঝে চশমাসহ বিভিন্ন ঔষুধ বিতরন করেন। এ চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন, এসনিআই বাংলাদেশ ঢাকা ইউনিটের চেয়ারপার্সন গোলাম রাব্বানী হিরু ও আহ্বায়ক কাজী সাজেদ হোসেন।

এ সময় এলাকার আন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি থানা আ’লীগ সভাপদি জগলুল হালদার ভুত্তু, মনোয়ার হোসেন বেপারী, কাজী ওয়াজের হোসেন প্রমুখ।

যমুনা নিউজ

Leave a Reply