মাকহাটি গ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গ্রামে শিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খলিল মাঝিকে (৪৫) জেলা আওয়ামী লীগের সহ সভাপতির গাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বাগেস্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খলিল মাঝি মাকহাটি এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) সিদ্ধার্থ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেস্বর এলাকায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম মল্লিকের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের অভিযোগ, আসামি খলিল মাঝিকে গ্রেফতারের সময় আ’লীগ নেতা শাহ আলম মল্লিক পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করেন।

প্রসঙ্গত, সদর উপজেলার মাকহাটি গ্রামে শিপন হত্যাকাণ্ডের ঘটনায় ২০০১ সালের ফেব্রয়ারি মাসে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০০৪ সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইবুনাল-৩ আসামি খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে আসামি খলিল মাঝি পলাতক ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply