হাইকোর্টের আদেশ অমান্য করে
মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম এলাকার গোপপাড়া খাল ভরাট করে সড়ক ও ড্রেন নির্মান করা হলেও খাল রক্ষা কমিটির দেখা নেই। তারা এখন কোথায় গেছেন? সে প্রশ্ন এখন জনমনে। হাইকোর্টের আদেশ থাকলেও মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এবং পঞ্চসারে অবস্থিত নয়নের খাল, রিকাবীবাজার খাল, গোপপাড়া খাল এবং ফেচুন্নী এ চারটি খাল আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়নি। পরিবেশের ও প্রতিবেশ রক্ষায় নেয়অ হয়নি কার্যত কোন ব্যবস্থা।
শুধু মাত্র নামমাত্র খাল গুলো যারা অবৈধ ভাবে দখল করেছিলেন সে দখলদারদের ইমারত ভেঙ্গে ফেলা হলেও খালগুলো পানি প্রবাহের জন্য নেয়া হয়নি কোন পদক্ষেপ। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক উচ্ছেদ শেষে খনন কার্যক্রম করে খাল গুলো পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়নি। নামে মাত্র তখন কয়েক জন শ্রমিক নিয়ে খনন কাজ চালানো হয়েছিল। চারটি খালের মধ্যে বর্তমানে মিরকাদিম পৌর মেয়ার শহীদুল ইসলাম শাহিন গোপপাড়া খালটির ওপর দিয়ে সড়ক ও ড্রেনেজ কার্যক্রম শুরু করেছেন। ২০০১৩-২০১৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন সহায়তা (এডিপি)তহবিল ও বিশেষ বরাদ্ধ তহবিলের আওতায় এ কাজ করা হচ্ছে। হাইকোর্টের নিদের্শনা ছিল রুল চলাকালীন সময়েরই মধ্যেই খাল গুলো থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানি প্রবাহের জন্য সচল করতে হবে।
কিন্তু তা না হয়ে গোপপাড়া খালটি এখন গলাটিপে হত্যা করা হচ্ছে। মানচিত্র থেকে চিরতরে খালটি মুছে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। মুন্সীগঞ্জের চারটি খাল অবৈধ ভাবে দখলের ঘটনায় দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলে তখন হাইকোট স্বপ্রনোদিত হয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জকে নির্দেশনাপূর্বক মহামান্য হাইকোর্ট গত ১৯/১/১২ তারিখে ১৩/২০১২ সুয়ো-মোটো রুল জারী করেন এবং উল্লেখিত রুলে চারটি খালের অবৈধ স্থাপনা অপসারন পূর্বক ৩০/১/১২ তারিখের মধ্যে একটি প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।
পরে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক মুন্সীগঞ্জ এর নির্দেশনা ও তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসের সহাতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক প্রতিবেদন দাখিল করেন। মহামন্য হাইকোর্ট নির্ধারিত ৩০/১/১২ তারিখে শুনানী গ্রহন পূর্বক রায় প্রদান করেন। মহামান্য হাইকোর্টের রায়ে বর্নিত চারটি খালের সীমানা নির্ধারন, খালের ওপর অবৈধ দখলদারদের চিিহ্নতকরন পূর্বক তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের, সংশ্লিষ্ট খালগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে যাতে উক্ত খালের উপর অবৈধ স্থাপনাদী নির্মান করতে না পারে তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়কে নির্দেশনা প্রদান করেন।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক মুন্সীগঞ্জ এর তত্ত্বাবধানে অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সীগঞ্জের সভাপতিত্বে তিন সদস্য কমিটি গঠন করা হয়। সে কমিটি সরেজমিন পরিদর্শন করে অবৈধ দখলদারদেও মধ্যে ৫৭ জনকে চিিহ্নতকরন করেন।
পরে গত ৩/৩/১২ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মুন্সীগঞ্জ বাদী হয়ে ৫৭ জনের নামে মুন্সীগঞ্জ সদর থানায় পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধনীসহ) এর ৬(ঙ) ধারা মোতাবেক মামলা দায়ের করেন। হাইকোটের সুয়ো-মোটো রুলে নয়নের খালের ১.১৪ একর, গোপপাড়া খালের ০.৬৪ একর, রিকাবীবাজার খালের ১.০৬ একর এবং ফেচুন্নী খালের ০.২৪ একর পরিমান সীমনায় খালের পানি প্রবাহের ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা প্রদান করেন। এতো কিছুর পরও খাল চারটিকে সচল করা হয়নি। হয়নি পানি প্রবাহের লক্ষ্যে কোন কার্যক্রম গ্রহন। খাল চারটি ইছামতি এবং ধলেশ্বরী নদীর শাখা হলেও শুধু মাত্র সঠিক পদক্ষেপ এবং ড্রেজিং করা হলেই এ খাল গুলো সচল করা সম্ভব হতো। এ খাল দিয়ে আবার আগের মতো নৌকা চলাচলের দৃশ্য চোখে পড়তো। তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হতো।
কিন্তু এখন তা না হয়ে মানচিত্র থেকে চিরতরে খাল গুলো হারিয়ে যেতে বসেছে। কার স্বার্থে এবং কি কারনে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না তা কারো বোধগম্য নয়। এ বিষয়ে সহকারী পরিচালক,পরিবেশ অধিদপ্তর,মুন্সীগঞ্জ এর নুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি গোপপাড়া খালের উপর মেয়রের সড়ক এবং ড্রেন নির্মান করার কথা জানেন না বলে জানিয়েছে। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অমান্য করার ক্ষমতা কোন মেয়রের নেই। তিনি কি করে গোপাপাড়া খাল বন্ধ করে সড়ক এবং ড্রেনেজের কাজ চালিয়ে যাচ্ছেন তা খতিয়ে দেখবেন।
তাছাড়া যাদের বাড়ী ও ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে তারাও পৌর মেয়রের এ কার্যক্রমের বিরুদ্ধে ফুসে ওঠছেন। অনেকেরই বিরুদ্ধে মামলা হয়েছে। কেউ কেউ জেল পর্যন্ত খেটেছেন। তাদের বক্তব্য হলো আমরা তো খালের সামান্য অংশ দখল করে জেল খেটেছি। এখন পৌর মেয়রতো হাইকোর্টের আদেশ অমান্য করে পুরো খালই দখল করে সড়ক এবং ড্রেন নিমান করছেন, তাহলে তার বিরুদ্ধে কেন মামলা হবে না?
মুন্সীগঞ্জের বাণী
Leave a Reply