মুন্সীগঞ্জের কম্পোজিট এ্যাকশন প্রোগ্রাম

aaaMunshigonjমুন্সীগঞ্জের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ ও প্রযুক্তির উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে ‘কম্পোজিট এ্যাকশন প্রোগ্রাম’ নামে একটি উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই নিয়ে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এই মতবিনিময়ে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূইয়া, এডিসি (সার্বিক) মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী, এডিসি (শিক্ষা ও আইসিটি) সাগরিকা নাসরিন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. জামাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ।


জেলা প্রশাসক জানান, ইতিহাস সমৃদ্ধ প্রাচীন জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের সার্বিক উন্নয়নে বিশিষ্টজনদের সম্পৃক্ত করে আলোড়িত জেলা হিসাবে আত্মপ্রকাশ ঘটানো হবে।

স্বদেশ

Leave a Reply