মুন্সীগঞ্জে শিশুর মধ্যে নিউমোনিয়া, হাঁপানী, শ্বাসকষ্টের প্রকোপ

mghডায়রিয়া ছাড়াও তীব্র শীতে মুন্সীগঞ্জের ৬ উপজেলা জুড়ে শিশুদের মধ্যে নিউমোনিয়া, হাঁপানী, শ্বাসকষ্ট ও অ্যাজমার প্রকোপ দেখা দিয়েছে। নবজাতক থেকে শুরু করে ১১-১২ বছর বয়সী শিশুরা ভুগছে এ রোগে।

সোমবার সকালে শহরের ১০০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সরেজমিনে ঘুরে এ চিত্র ফুটে উঠেছে। শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কক্ষে দেখা গেছে রোগীর লম্বা লাইন। শিশু ওয়ার্ডে কয়েক শিশু রয়েছে ডাক্তারের নিবির পর্যবেক্ষনে।


বাবা কাদির বেপারী জানান, তার ২ মাসের শিশু সন্তান মো: ইসমাইল কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়। হাসপাতালে আনার পর তার নিউমোনিয়া ধরা পড়ে।

শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: আশরাফুল ইসলাম যমুনা নিউজকে জানান, প্রতিদিন জরুরী বিভাগে নিউমোনিয়া, হাঁপানী ও অ্যাজমায় আক্রান্ত ১০-১২ শিশুকে নেবুলাইজার, এন্টিবায়োটিক ইনজেকশন ও নাকের ড্রপ দেওয়া হচ্ছে।

তাছাড়া জেলার টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদীখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমায় আক্রান্ত শিশুরা চিকিৎমার জন্য ছুটে আসছে।
mgh
যমুনা নিউজ

Leave a Reply