অন্তঃকোন্দলে আ’লীগ কর্মীর হাতের আঙ্গুল কর্তন

balদলীয় অন্তঃকোন্দলের জের ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামে শহীদুল ইসলাম মামুন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর দুই হাতের আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মামুনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


গ্রামবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী কর্মী হোসেন মৃর্ধা, কামাল মৃধাসহ কয়েকজনের সঙ্গে মামুনের বিরোধ ছিল। এ নিয়ে আওয়ামী লীগ কর্মী মামুন দীর্ঘদিন গ্রাম থেকে বিতাড়িত ছিলেন। কিন্তু শুক্রবার বোনের বিয়ের তারিখ নির্ধারণ হওয়ায় মামুন বাড়িতে আসেন। তার আসার খবর পেয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নির্জন এলাকায় নিয়ে যায়। এরপর তারা চাপাতি দিয়ে মামুনের ডান হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুল সম্পূর্ণ কেটে ফেলে। এসময় তারা তার বাম হাতেও কোপ দেয়। এতে তার বাম হাতের চারটি আঙ্গুল কেটে ঝুলে রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply