মাওয়া ঘাটে পারের অপেক্ষায় ২ শতাধিক গাড়ি

mawa 15টানা নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে পণ্যবাহী ট্রাকসহ অন্তত পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে ৯ ঘণ্টা পর বুধবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়।

এতে রুটের মাওয়া ঘাট প্রান্তে পণ্যবাহী ট্রাকসহ অন্তত আড়াইশ গাড়ি পারের অপেক্ষায় আটকা পড়ে। যানজটের কবলে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।


বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু ও পারাপার অব্যাহত থাকলেও দুপুর পর্যন্ত নৌরুটের উভয়পাড়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
mawa 15
তিনি আরও জানান, ফেরিতে যানবাহন পারাপার অব্যাহত থাকলেও নতুন নতুন যানবাহন পারের জন্য যুক্ত হওয়ায় যানজট দীর্ঘ হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply