দেশী ও অভভ্যন্তরিন বিভিন্ন সংবাদ মাধ্যমের ইদ্রাকপুর কেল্লার সংস্কার নিয়ে বিভিন্ন প্রতিবেদন করার পরে অবশেষে এর সংস্কারের কাজ শুরু হয়েছে গত ১০ তারিখ। কাজ শুরুর মাধ্যমে বিক্রমপুর- মুন্সীগঞ্জের মানুষের দাবী আদায় হয়েছে ঠিকই, কিন্তু দাবীর মধ্যে আরো একটি দাবী উঠে এসেছে, সেটা হচ্ছে সংস্কারের ভারী যন্ত্রের প্রভাবে যাতে অভ্যন্তরিন অথবা পারিপার্শিক কোন ক্ষতি না হয়। মুন্সীগঞ্জবাসী ইদ্রাকপুর দুর্গ সংস্কার নিয়ে চিন্তিত। তাদের দাবী সংস্কার করতে গিয়ে যেন এই ঐতিহাসিক স্থাপনার কোন ক্ষতি না হয়।
এই ব্যপারে প্রেস ক্লাবের সভাপতি শহিদ–ই-হাসান তুহিন বলেন ‘ইদ্রাকপূর ফোর্ট হচ্ছে মুন্সীগঞ্জের সিম্বল, প্রত্নতাত্ত্বিক সম্পদের সন্ধানে দুর্গে ভাঙ্গা যেতে পরে না, এটার কোন গঠন পরিবর্তণ করা যাবে না। সংস্কার করা যেতে পরে।কিন্তু খেয়াল রাখতে হবে সংস্কারের ভারী যন্ত্রের প্রভাবে যাতে দুর্গের কোন ক্ষতি না হয়। এর রক্ষণাবেক্ষণ করা সরকার ও জনগণের সবার দায়িত্ব ও কর্তব্য। কেননা কালের সাক্ষী ইদ্রাকপুর কেল্লা ইতিহাস হয়ে এগিয়ে যাচ্ছে মহাকালের দিকে।
মোঘলসম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক ১৬৬০ সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা নামে এই দুর্গটি নির্মিত হয়। মগ জলদস্যু ও পর্তুগীজদের আক্রমন হতে এলাকাকে রক্ষা করার জন্য এই দূর্গটিনির্মিত হয়। জনশ্রুতি আছে এ দূর্গের সাথে ঢাকার লালবাগের দূর্গের সুড়ঙ্গপথে যোগাযোগ ছিল। বহু উচ্চ প্রাচীর বেষ্টিত এই গোলাকার দূর্গটি এলাকায় এস.ডি. ও কুঠি হিসাবে পরিচিত ছিল।
মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কালের সাক্ষী অনেক ইমারতের মধ্যে একটি হলো ইদ্রাকপুর কেল্লা। এক সময় ইদ্রাকপুর দুর্গে মহকুমা প্রশাসনের বাস ভবন (১৮৪৫-১৯৮৪) ছিল। ১৯৮৪-৮৯ পর্যন্ত জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন ছিল। পরবর্তীতে এটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পুরাতত্ত্ব বিভাগরে আওতাভুক্ত হয়। ১৯৯০ সালের পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
টাইমস
Leave a Reply