যাত্রীবোঝাই লঞ্চে ডাকাতির ঘটনায় মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার তরুন আইনজীবী নিখোঁজ সুমন কুমার দাসের একটি খাবারের টিফিন বক্স ধলেশ্বরী নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ওই তরুনের খোঁজ মিলেনি। সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন জানান, স্বজনরা নিখোঁজ সুমনের খোঁজে নদীবক্ষে শুক্রবার সারাক্ষন ট্রলারযোগে উদ্ধার তৎপরতা চালায়। শুক্রবার রাত ৮ টার দিকে স্বজনরা তার একটি টিফিন বক্স পান। তার ভাই লিটন কুমার দাস খাবারের ওই টিফিন বক্সটি নিখোঁজ সুমনের বলে শনাক্ত করেন।
বৃহস্পতিবার রাতে ধলেশ্বরী-শীতলক্ষা নদীর মোহনায় নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জগামী এমএল রিগ্যান এক্সপ্রেস লঞ্চে ওই ডাকাতি সংঘটিত হয়।
যমুনা নিউজ
Leave a Reply