সুমিত সরকার সুমন: বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর শাহ-সিমেন্ট এলাকায় এমএল রিগ্যান এক্সপ্রেস লঞ্চে ডাকাতির ঘটনায় কোন কুল-কিনারা পায়নি পুলিশ। নিখোঁজ ২ জনের সন্ধান মিলেনি। শহরের মালপাড়া এলাকার মনিন্দ্র কুমার দাসের ছেলে অ্যাডভোকেট সুমন কুমার দাস (৩৬) ও হাটলক্ষীগঞ্জের নুর আলী সরদারের ছেলে লঞ্চের কেনারী মোবারক মিয়ার (২৮) খোঁজ পাওয়া যায়নি।
লঞ্চ ডাকাতির ঘটনার দায়-দায়িত্ব এড়াতে ব্যস্ত মুন্সীগঞ্জ সদর ও নারায়নগঞ্জের বন্দর থানা পুলিশ। বন্দর থানার ওসি মো: আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন- লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশের সীমানাধীন এলাকায়।
পক্ষান্তরে মুন্সীগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার এআই সুলতান উদ্দিন বলেন- নারায়নগঞ্জের বন্দর থানা এলাকায় ডাকাতি হয়েছে। উনারাই দেখভাল করবেন এ ডাকাতির ঘটনা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দীর্ঘ দেড়-ঘন্টা যাবত মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর শাহ-সিমেন্ট এলাকা ও নারায়নগঞ্জের মদনগঞ্জ সীমান্তবর্তী ধলেশ্বরী-শীতলক্ষèা নদীর মোহনায় এমএল রিগ্যান এক্সপ্রেস লঞ্চে ডাকাতি সংঘটিত করে ১২-১৩ জনের একটি ডাকাত দল। এতে ২২ যাত্রী আহত হন। যাত্রীদের কাছ থেকে প্রায় ৭-৮ লাখ টাকা লুটে নিয়ে যায় ডাকাতরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে নারায়নগঞ্জ টার্মিনাল থেকে ৩০ জন যাত্রীবোঝাই করে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে আসলে পথিমধ্যে ধলেশ্বরী-শীতলক্ষèা নদীর মোহনায় ডাকাত দলের হামলার শিকার হয় লঞ্চটি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আহত লঞ্চ যাত্রী সুজিত কুমার জানান, লঞ্চটি ঘাট ছেড়ে আসার আধ-ঘন্টা পর ধলেশ্বরী-শীতলক্ষèাী নদীর মোহনায় নদীর মার্কার বাতির কাছে আসলে ট্রলারযোগে ১০-১২ জনের একদল ডাকাত লঞ্চে এসে উঠে।
এ সময় যাত্রীদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে ডাকাতরা। এতে সেখানে যাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে। ডাকাতরা এক যাত্রীর পেটে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেয়। তাছাড়া আরো কয়েকজন যাত্রী নিজেদের টাকা-পয়সা রক্ষার্থে নদীতে ঝাঁপ দেয়। আহত গার্মেন্ট কর্মীর বাড়ি ভোলার তজুমদ্দিনে।
যমুনা নিউজ
Leave a Reply