রাহমান মনি
বরাবরের মতো এবারও বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি জাপান-এর ব্যানারে জাপান প্রবাসীরা পালন করেছে বিজয়ের ৪১তম বর্ষপূর্তি। দিবসটির তাৎপর্যে জিএমএস (গ্রেটার ময়মনসিংহ সোসাইটি) জাপান এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
২২ ডিসেম্বর রোববার কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার বিভিও হলে আয়োজিত বিজয় দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। জিএমএস সভাপতি ড. এ. বি. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় মঞ্চে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অজিত বড়–য়া। সান্ধ্যকালীন এই আয়োজনে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
জুয়েল আহসান কামরুলের পরিচালনায় বিজয় দিবসের তাৎপর্যে আলোচনাসভায় বক্তব্য রাখেন সুখেন ব্রহ্ম, কাজী ইনসানুল হক, মুনশী কে. আজাদ, শরাফুল ইসলাম, জিয়াউল ইসলাম, সুনীল রায়, জুয়েল আহসান কামরুল, কাজী মাহফুজুল, আলমগীর হোসেন মিঠু, খন্দকার আসলাম হিরা, নাবী উল্লাহ্ আসিফ, মীর রেজাউল করিম রেজা, ছালেহ মোঃ আরিফ, অজিত বড়–য়া, রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং সমাপনী বক্তব্য রাখেন সভাপতি ড. এ. বি. এম. রফিকুল ইসলাম।
শিল্পী হোসাইন মুনীরের তৈরি জাতীয় স্মৃতিসৌধের আদলে স্মৃতিসৌধের রেপ্লিকাতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মুক্তিযুদ্ধে শহীদ জাতীয় বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিশুরাও ফুল দিয়ে অন্তর নিংড়ানো শ্রদ্ধা জানায় বীর শহীদদের প্রতি।
তিনটি পর্বে বিভক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসী কল্যাণ সমিতি জাপান আয়োজিত শিশু-কিশোরদের অনুষ্ঠান পরিচালনা করেন কবিতা পোদ্দার, পরিকল্পনায় ছিলেন কামাল উদ্দিন টুলু।
তৃতীয় ও শেষ পর্ব ছিল জাপান প্রবাসীদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন উত্তরণ-এর সাংস্কৃতিক অনুষ্ঠান। সময় স্বল্পতার জন্য উত্তরণের প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তার অন্যতম কারণ রাষ্ট্রদূতের বিলম্বে আসা। যদিও রাষ্ট্রদূত বিলম্বে পৌঁছবেন তা পূর্বেই জানান দিয়েছিলেন আয়োজকদের। এক ঘণ্টা বিলম্বে শুরু অনুষ্ঠানের আলোচনাসভায় ১৬ জন বক্তব্য রাখার সুযোগ পেলেও দর্শক-শ্রোতাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। প্রতি বছর বিজয় দিবসের আলোচনাসভা ভারসাম্য রক্ষা করতে গিয়ে জিএমএস অধিকসংখ্যক বক্তাকে সুযোগ দিতে গিয়ে দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
তবে আলোচনাসভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ। দুটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে স্বীয় দলের মত প্রকাশ করলেও বাংলাদেশের রাজনীতিবিদদের মতো আক্রমণাত্মক কোনো বক্তব্য না দেয়া, অন্যের বক্তব্য শোনার মতো সহনশীলতা এবং পরমতসহিষ্ণুতা থাকার কারণেই তা সম্ভব হয়েছে। আরও বড় একটি কারণ ছিল নষ্টরাজনীতিকদের (সুবিধাবাদী চক্র) অনুপস্থিতি। ওই দুষ্টু চক্রটি যেখানে উপস্থিত থাকে সেখানেই কোনো না কোনো ঝামেলা বাধাবেই। প্রবাসে থেকেও ওইসব বঞ্চিতরা বদলাতে পারেননি নিজেদের।
বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আশু সমাধান কামনা করেন। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধে যার যা অবদান ইতিহাসে একদিন ঠিকই স্থান পাবে। রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বক্তারা বলেন, জাপানে আমরা যে সুন্দর পরিবেশ তৈরি করেছি তা রক্ষার্থে আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। তারা বলেন, জাপানের স্থানীয় আইন মেনে আমরা নিজ নিজ দলীয় রাজনীতি করি নিজের পকেটের অর্থ খরচ করে। কোনো মতেই বিদেশের মাটিতে দেশের স্বার্থ ভূলুণ্ঠিত হতে দিব না। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মইনুল ইসলাম মিল্টন ও মুকুল মুস্তাফিজ।
rahmanmoni@gmail.com
সাপ্তাহিক
Leave a Reply