ফেইস বুক – রাহমান মনি

হাল আমলের ফেইস বুক
সময়টা নিচ্ছে কেড়ে,
এই বুঝি কেউ স্ট্যাটাস দিল
ভাবনাটা আসে তেড়ে।

নিত্য নতুন জন্ম দিচ্ছে
হরেক রকম ঘটনা,
কেহ বলে ধুত্তুরি ছাই
কেউবা বলে রটনা।

ফেইস বুকে ষ্ট্যাটাস দিয়ে
হয়েছে জেল জরিমানা,
সম্ভব যে কেবল বাংলাদেশে
কথাটি এখন সবার জানা।

তারপরও মিটে না সাধ
আরো শায়েস্তা দরকার,
করতে হবে সব কন্ট্রোল
ফন্দি আঁটে সরকার।

ফেইস বুক নিয়ে সারাটা দিন
পড়ে থাকে যারা,
সময় মতো নাওয়া খাওয়া
যায় যে ভুলে তারা।

ফেইস বুক, চরম হতাশা
আর, অশান্তির কারণ,
গুণীজনের পরামর্শ তাই
ব্যবহার করতে বারণ।

মৌলবাদী আর ধর্মান্ধরা
এগিয়ে আরেক ধাপ,
টুইটার আর ফেইসবুক নাকি
(ইউজ) করা পাপ।

নিষিদ্ধ গন্ধমের প্রতি
থাকে সবার ঝোঁক,
শত বাঁধার পরেও সবার
হ্রদয় জুড়ে ফেইস বুক।।

ফেইসবুক প্রতিষ্ঠা বার্ষিকীতে

Leave a Reply