আদর – ব.ম শামীম

আগ্রাহনের মাত্র শুরু। প্রাকৃতির সব কিছুতে পরিবর্তনের একটি ছোয়া। দক্ষিনা বাতাসের শিহরনে ঝনঝন পাতার শব্দ নেই। নেই কারন অকারনে বৃষ্টির ঘনঘটা। মেঘদের উড়ে যাওয়ার দৃশ্যটাও মলিন। নীল ব্যাঞ্জনের আকাশের দৃষ্টিসীমনাটা তার রুপ নিয়ে অমলিন। প্রাকৃতিতে শীতের আর্বিভাব হয়নি এখোনো। তারপরও কয়দিন যাবৎ কুয়াশায় ঘারো অন্ধকারে প্রকৃতি।

আজও এমনি একটি হিম কুয়াসায় আচ্ছাদিত সকাল। যদিও ঘড়ির কাটায় জানান দেয় কর্মব্যাস্ততার । তারপরও ঘন কুয়াশা চারদিকে এতোই আবৃত্ত বুজাঁর কোন উপায় নেই এখোন সময় কত। প্রাকৃতির প্রাচূর্য বাহিরে নেই কুয়াসার চাঁদরের সাথে যুদ্ধ করে পূর্ব দিগন্ত আলোকছটায় উন্মোচিত হয়নি তাই স্বাধিনের স্বাধিনচেতা কর্মদিপ্ত মনও আজ জেগে উঠেনি।

এক সময় কুকুরের অকারনে ঘেউ ঘেউ শব্দে ঘুম ভেঙ্গে গেলো তার। ঘড়ির দিকে তাকিয়ে একেবারে নির্বাক স্বাধিন। উঠেই গোসল করে খেয়ে কর্তব্যের ঝুলিটা কাঁদে নিয়ে শিশিরের স্নাত পথ আর কুয়াসার মায়াজাল ঠেলে ছুটে চললো সে। চেম্বারটার সামনে পৌছাঁতেই বেশ কিছু উৎসুক মুখ স্যার সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি আমরা।

আজ এতো দেরি করলেন কে? স্বাধিন চেম্বারের তালাটা খুলে সবাইকে ভিতরে আসতে ইসারা করে গিয়ে বসলো ইজি চেয়ারটার উপর। তার পিছনে পিছনে সাত আটটি মুখ ঢুকলো চেম্বারে । সবাইকে বসতে বলে, জিজ্ঞাস করলো কি হয়েছে আপনাদের? এদের মধ্যে হতে চল্লিশর্ধো এক লোক বলতে শুরু করলো, স্যার আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে আইছে।

আপনার ভাইকে কি মামলায় ধরে এনেছে?

হুনছি হের বউ মামলা করছে।

ও তাই। তার বউ এখোন কোথায়?

হেয়তো আজ রাইতে অন্য এক পোলার লগে পালাইয়া গেছে আর যাওনের আগে আমার ভাইরে থানায় ফোন কইরা পুলিশ দিয়া ধরাইয়া দিয়া গেছে।

আপনার ভাইয়ের কি কোন ছেলেমেয়ে নেই?

আছে স্যার একটি মাত্র পোলা আদর। সকাল হইতে কানতাছে ওরে যে কি কইয়া সান্তনা দিমু হেই ভাষা খুইঁজা পাইতাছিনা। আপনে একটু কথা কইবেন। বলেই মোবাইল করে ধরিয়ে দিলো স্বাধিনকে। মোবাইলে হেলো শব্দটি বলতেই শুধু কান্নার শব্দ ভেসে এলো স্বাধিনের কানে। বাবু নামকি তোমার?

কান্নার শব্দ যেনো আরো বেড়ে গেলো। শব্দটি শুনে শিউরে উঠলো স্বাধিন এই কান্নার শুরতো তার চিরচেনা । এই শুরতো তার ছেলে আবিরের কান্নার স্বরের মতোই। স্বাধিন কাঁদেনা বাবা তোমার নাম বলো। অনেক কষ্টে মোখ দিয়ে বের হয়ে এলো আদর শব্দটি।

আছ্ছা বাবা আদর তোমার মা কোথায়?

হেয়তো অন্য বেডার লগে চইলা গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে মাকে না দেখতে পেয়ে মার জন্য কানতেছিলাম এই সময় পুলিশ আইয়া আমার আব্বারেও ধইরা লইয়া গেছে আমি এহোন কার কাছে থাকমু?

মুহুর্তে ঘাবড়ে গেলো স্বাধিন এই প্রশ্নের জবাব কি? তড়িঘড়ি করে বললো শুধু আচ্ছা বাবা তুমি থাকো আমি তোমার বাবাকে নিয়ে আসছি।

তুমি আমার বাবাকে আনবে তুমি আমার কি হও?

আমি এডভোকেট

এডভোকেট কি?

এডভোকেট মানে আমি তোমার আঙ্কেল হই বাবা

আচ্ছা আঙ্কেল তুমি বাবাকে নিয়ে চলে এসো তানাহলে কিন্তু আমি কিছু খাবনা।

আচ্ছা তুমি কেদোঁনা আমি তোমার বাবাকে নিয়ে আসছি।

আচ্ছা আদর তোমার বাবা মা একসাথে এসে তোমাকে নিয়ে যেতে চায় তুমি কার কাছে যাক্ষে ?

আমি আমার বাবার কাছে থাকবো, কোনদিনও মায়ের কাছে যাবো না। হেয়তো অন্য এক বেডার লগে চইল্লা গেছে আমি তার কাছে কোন দিন যামুনা।

আচ্ছা বাবা তাই থেকো বলে লাইনটা কেটে দিলো স্বাধিন।

৫ বছরের শিশু আদর সে সমাজের ভালো-মন্দও বুজেঁ। রাতের আধারে অন্য ছেলের হাত ধরে চলে যাওয়া সমাজে এটাযে ন্যাক্কারজনক এটা এই ছোট বাচ্চা বুজেঁ। কিন্তু হায়রে নারী তোমার যৌবনের তপ্তদহনের হিস্র বর্বরতা এতোটাই অন্ধ যে তুমি সমাজ সংসারের উদ্ধে উঠে যে সন্তানকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে তাকে ছেড়ে একটু যৌবনের ক্ষুদ্রা মিটাতে স্বামী ছেলের সংসার ছেড়ে অন্যত্র পাড়ি জমালে।

হায়রে নিয়তি! আদরের আকূতি সে এখোন কার কাছে থাকবে? ছোট শিশু আদর আর দশ-দিনের মতোই ঘুমিয়েছিলো মা বাবার বুকে। জেগে উঠার কথা ছিলো আর দশটা শিশুর মতো সকাল বেলাতে। সকালে যার ঘুম থেকে জাগার কথা ছিলো মায়ের আদর ভালোবাসা নিয়ে। মায়ের কোলে চড়ে দাত ব্রাশ করার কথা ছিলো সে শিশুর আজ এমনি একটি সকাল যে সকালে মা-বাবার মুখটি পর্যন্ত দেখতে পাচ্ছেনা সে।

স্বাধিন আদরের পরিবারের লোকজনের মুখ থেকে শুনলো আজ থেকে প্রায় ৬ বছর পূর্বে আদরের মা বাবার পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর হতে সুখেই কাটছিলো তাদের জীবন । বিবাহের এক বছর পর জন্ম নেয় আদর। তার মা ছেলেকে খুব বেশি ভালোবাসতো। আর বেশি ভালোবেসেই ছেলের নাম রেখেছিলেন আদর। গত ২ বছর পূর্বে আদরের পিতা ঢাকায় ব্যাবসা শুরু করেন। ব্যাবসায়ী কাজে সে ঢাকায় থাকতো আর এর মধ্যে আদরের মা সম্পর্ক গড়ে তুলে পাশ্ববর্তী বাড়ির এক ছেলের সাথে। আদরের বাবা এ সমস্ত কথা জানতে পেরে বাড়িতে এসে স্ত্রীকে বকাঝকা করলে গত ২ মাস পূর্বে আদরের মা আদরকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি গিয়ে আদরের বাবার নামে আদালতে নারী নির্যাতন মামলা দায়ের করে। আদালত সে মামলায় আদরের বাবার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করে। দু-মাস পরে গতকাল আদরের বাবা ঢাকা হতে ফিরে নিজ স্ত্রীকে শশুর বাড়ির লোকজনকে বুঝিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। রাতে এক সাথে ঘুমিয়েছিলো আদরের মা ও বাবা। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখে আদরের মা নেই। আদরকে কোলে নিয়ে স্ত্রীকে খোচঁছিলো আদরের বাবা। আর এ সময় পুলিশ এসে আদরের বাবাকে আদরের মায়ের দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার করে নিয়ে যায়।

এ সময় আদরের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। আশে-পাশের বাড়ির লোকজন এসে জমে যায় আদরদের উঠানে। বার বার পুলিশের কাছে আকূতি করেছিলো তার বাবাকে ছেড়ে দিতে। পুলিশকে বার বার বলতেছিলো আমার আম্মু চলে গেছে আব্বুকে নিয়ে গেলে আমি কার কাছে থাকমু। আমার আব্বুকে ছেড়ে দেও নাহলে আমাকে আব্বুর সাথে নিয়ে যাও। আব্বুর কোল থেকে কিছুতেই নামতে চাচ্ছিলনা আদর। আকড়ে ধরেছিলো বাবার পুড়ো বুক। পুলিশ বির্বত অবস্থায় কি দিয়ে বুজাঁয় এ অবুঝ শিশুকে। এ সময় আদর কান্না দেখে চারপাশের লোকজনের চোখের কোন বেয়ে পানি ঝরছিলো। আদরের কান্নার দৃশ্য দেখে পুলিশেরও চোখে পানি জমতে শুরু করে। এদের মধ্যে এক এসআই আদরকে বলে চলো তুমিও যাবে আমাদের সাথে আমার কোলে এসো বলে আদরকে নিজ কোলো তুলে নিয়ে তার চাচার কাছে দিয়ে বলে আদালতের ওয়ারেন্ট তাই গ্রেফতার না করে পারছিনা বলে ধরে নিয়ে আসে আদরের বাবাকে। আদরের পরিবারের লোকজন আরও জানালো, সকালবেলা আদরের মা আদরের বাবা বাড়িতে আসছে এ খবরটা পুলিশকে ফোন করে জানিয়েছে , পুলিশ তাদের বলেছে। হয়তো আদরের বাবা তার স্ত্রীকে খুজেঁ বের করার চেষ্টা করবে বিধায় তাকে ফোন করে ধরিয়ে দিয়েছে সে। যৌবনের তপ্ত ক্ষুদা মেটাতে কেউ যেন বাধ না সাজঁতে পারে তার জন্যই হয়তো এই হীনমানতা। যাই হোক যৌবনের তপ্তগ্রাস কি নারীকে এতোই উন্মুক্ত করে যে তা পশুকে হার মানায়। আদরের বাবাকে ধরিয়ে দেওয়ার পূর্বে তার কি একবার ভাবার প্রয়োজন ছিলোনা আদরের কথা। তার মাথাগুজার শেষ অবলম্বনটুকু কেড়ে নিতে একবিন্দুও কৃপনতা করলেনা।

এরপর স্বাধিন চলে গেলো সোজাঁ আদালতে। নারী নির্যাতন মামলায় একদিনে জামিন হওয়ার কথা নয়। হলোওনা। যথারীতি কাজ সেরে চলে আসলো স্বাধিন বাড়িতে। খাবার টেবিলে বসে ভাত মেখে মুখে তুলতেই মনে হলো আদরের কথা। আজতো স্বাধিনের আদরের বাবাকে নিয়ে তাদের বাসায় দুপুরের খাবার খাওয়ার কথা। জানিনা আদর ছেলেটা এখোন কি করছে। ওতো বলেছিলো ওর বাবাকে নিয়ে বাড়ি না ফিরলে ও কিছু খাবেনা একটু ফোন করে দেখা যাক । ভাবতেই মোবাইলটা হাতে নিয়ে আদরের নাম্বারটা খুজঁতে লাগলো স্বাধিন।

আদরের নাম্বার যেন কোনটি খুঁজতে খুঁজতে মেলাতে পাড়লোনা স্বাধিন।

মনে পড়লো না আদরদের নাম্বারটিতো নেওয়া হয়নি। চোখ বুজেঁ দির্ঘশ্বাস ছাড়লো সে। তারপর শরীরটি এলিয়ে বসে রইলো খাবার টেবিলে। অদূরে দাড়িয়ে ছিলো স্বাধিনের স্ত্রী আরফিন কেয়া । সামনে এসে কাঁদে হাতটি দিয়ে কি শরীর খারাপ লাগছে। আরফিন কেয়ার কোলটি জুড়ে তাদের ৩ বছরের ছেলে আবির। একদৃষ্টিতে তাকিয়ে দেখলো স্বাধিন মায়ের কোলে তার শিশুটি মাথা রেখে নির্ভৃেত তাকিয়ে আছে তার দিকে। এক লম্ফে উঠে আরফিন কেয়ার কোল হতে শিশুটিকে কেড়ে নিয়ে নিচ কোলে তুলে বিড়বিড় করতে করতে বলতে লাগলো না বাবা তুমি ওখানে নিরাপদ না। বলেই আবিরকে কুলে তুলে নিয়ে চলে গেলো নিজ শোবার ঘরে। ইজি চেয়ারটার উপর বসে নিজ কোলে আবিরকে নিয়ে শত সহস্র চুম্বন খেতে খেতে ভাবতে লাগলো কাল সকালে আবির যদি ঘুম থেকে উঠে দেখে তার মা নেই বাবাও নেই তাহলে কি অবস্থা হবে তার । না ভাবতেই এক অজানা শঙ্কায় শিউরে উঠলে সে। আবিরকে বুকের মধ্যে চেপে ধরে রইলো। স্বাধিনের বুকের মধ্যে চেপে ধরে রাখায় দম বন্ধ হয়ে এলো আবিরের। সে জোড়ে চিৎকার করতে শুরু করলো। কান্নার শব্দ শুনে পাশের রুম হতে দৌড়ে আসলো কেয়া। আবিরকে নিজ কোলে নেওয়ার চেষ্টা করলো সে। স্বাধিন রক্ত চোখে একটি ধমক মারলো স্ত্রী কেয়াকে। কেয়া স্বাধিনের এ ধরনের আচারণের কারন জানতে না পেরে বোবা মেয়ের মতে হতভম্ব হয়ে দাড়িয়ে রইলো। ধমকের শব্দ শুনে কান্না আরো বেড়ে গেলো আবিরের। নিজ সন্তানকে সান্তনা দিতে কোলে তুলে নিয়ে ঘর হতে বাহির হয়ে হেটে চললো উদ্দেশ্যহীন গন্তব্যের পথে। বাড়ির পাশের নদীটির পার দিয়ে হেটে চললো কোন এক গন্তব্যহীন পথে। নদীর পাশের দক্ষিনা সমিরনের শীতল বাতাস পেয়ে কোলের মধ্যে ঘুমিয়ে গেছে আবির । এক সময় হাটতে হাটতে ক্লান্তি এলো স্বাধিনের চমকে উঠলো সে, ভাবলো কোথায় চলছে সে। এদিকে দিন গড়িয়ে সন্ধে হয়ে এসেছে একটু পড়েই ঘারো অন্ধকারে হারিয়ে যাবে প্রকৃতি। ঘরে ফিরা দরকার । আবার ভাবলো না ঘরে তো আদরের মায়ের মতো আবিরের মা কেয়া আছে। কেয়াও যদি কোনদিন? না কিছুই ভাবতে পারছেনা স্বাধিন। পথের পাশের অদূরে একটি বট বৃক্ষ দেখতে পেলো সে তার তলে বসে পরলো স্বাধিন। পাশের নদীটির বাতাস আর পাখিদের কিচিরমিচির শব্দ তার হৃদয়ের মধ্যে নতুন স্পন্দন তুললো। ভাবলো পৃথিবীর সকল সুখ বুঝি এই মুক্ত পথের ধারে লুকিয়ে রয়েছে। এখানেই যদি এভাবে থাকা যেতো শত সহস্রকাল তাহলে সংসারের কলুষতা কৃপনতা গ্রাস করতে পারতো না। একটু পরেই চারদিকে ঘন অন্ধকার ছেয়ে আসলো। ভাবলো আবিরকে নিয়ে এখানে এভাবে বসে থাকা নিরাপদ নয়। ও ঘুম ভেঙ্গে উঠলেই অন্ধকারে কান্নাকাটি শুরু করবে। ওকে নিয়ে আলোকময় কোন স্থানে যাওয়া উচিত। কোথায় যাবে সে তার পাশে কোন স্থান খুজঁতে লাগলো। না তার যাওয়ার মতো কোন স্থানই খুজেঁ পেলোনা । তাহলেকি এতো বড় পৃথিবীতে তার যাওয়ার মতো কোন স্থান নেই। মনে পড়লো তার নিজ বাড়ির কথা। নিজের বিশাল বাড়ি থাকতে সে অন্য স্থানের কথা ভাবছে চমকে উঠলো স্বাধিন। বাড়ির দিকে রওনা হতেই আবার মনে পড়লো তার স্ত্রী কেয়া আর আদরের মায়ের কথা। একটি দির্ঘশ্বাস ছেড়ে ভাবতে লাগলো সংসার নামের কঠিন হিসাবের গন্ডিটা পেরিয়ে যাওয়ার সুযোগ কোথায় মানুষের। চারদিকে সব কিছু মিলিয়েতো সংসার। আদরের মায়ের মতো যৌবনের তাপে দগ্ধ মায়ের কোলো তার সন্তান নিরাপদ নয় বিধায় সব মায়ের কোলে অনিরাপদ হওয়ার যুক্তি কোথায়। ভালো মন্দ নিয়েইতো বাস্তবতা। তারপরেও মানুষের নিষ্ঠুরতা মাঝে মাঝে প্রকৃতিকেও হার মানায়। যে সন্তানকে খুব ভালোবেসে আদরের মা নাম রেখেছিলো আদর। যে মায়ের আদর মেশানো ভালোবাসা আদরের বেচেঁ থাকার একমাত্র অবলম্বন ছিলো সেই মা অনায়াসে যৌবনের টানে সুধু আদরকে ছেড়েই যায়নি যাওয়ার পর আদরের বেঁেচ থাকার শেষ স্থল আদরের বাবাকেও পুলিশে ধরিয়ে দিলো। দেওয়ায় সময় তারকি মনে পড়লোনা যেই আদর মাকে ছাড়া এক মুহুর্ত থাকতে পারে না সে মা তার পাশে থাকছে না বাকি রইলো তার একমাত্র বেচেঁ থাকার অবলম্বন বাবা। সে বাবা যদি পাশে না থাকে তাহলে এই অবুঝ শিশুটির মাথা রাখার স্থান কোথায়। হঠাৎ করে মায়ের সঙ্গ বঞ্চিত আদর বুঝতে পেরেছে যে ঘূন্য পথে তার মা পা বাড়িয়েছে এ পথ বড় কলঙ্কময় ন্যাকারজনক। তাই ওই পথের সারথীর আর সহযাত্রী হতে চায়না সে। আর মার কাছে ফিরে যেতে চায়না সে মায়ের অপরাধ বুঁেজ । এটুকু বাচ্চাও ক্ষমা করতে চায়না মাকে। জানিনা এটা বিধারতার দরবারে ক্ষমাযোগ্য কিনা?

Leave a Reply