মূল পদ্মা সেতুর কাজ জুনের মধ্যে শুরু

Munshiganj-bgযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুন মাসের মধ্যে মূল পদ্মা সেতুর কাজ এবং একই সঙ্গে নদী শাসন কাজও শুরু করা হবে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লৌহজংয়ের মাওয়া এলাকায় পদ্মা সেতু প্রকল্প কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

যোগাযোগ মন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে মূল পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। এছাড়া একই সঙ্গে নদী শাসন কাজও শুরু করা হবে। এতে ব্যয় হবে সাত হাজার কোটি টাকা।

বিএনপিসহ ১৮ দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না।

এ সময় যোগাযোগ মন্ত্রীর সঙ্গে বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ার, কর্নেল জুবায়ের সালেহীন, সড়ক ও জনপথ কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, সাহাবুদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Munshiganj-bg
বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply