গজারিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরচাষি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আলী খোকন (৪৮), নিমু বেপারী (৬০), খোরশেদ (৩৫) ও সেনু মিয়া (৪৫) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গজারিয়া উপজেলার নতুন চরচাষি গ্রামের আ’লীগ নেতা মো. আলী খোকন বিরোধপূর্ণ জমিতে বালু ভরাট করছিলেন। খবর পেয়ে আ’লীগ নেতা জুম্মন মেম্বার ও তার লোকজন এতে বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বাংলানিউজকে জানান, বালু ভরাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অভিযোগ দাখিল করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply