সোমবার গজারিয়া উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন মুন্সীগঞ্জ ৩ আসনের এমপি মৃনাল কান্তী দাস। কয়েক হাজার গরিব ও অসহায়দের মাঝে নিজ হাতে কম্বল তোলে দেন তিনি।
প্রধান অতিথীর বক্তব্যে মৃনাল কান্তী, গজারিয়াবাসীদের বিপদে-আপদে পাশে থাকার অঙ্গীকার করে বলেন, “আমি গজারিয়া উপজেলায় ছোট্ট একটি কুড়েঘর তৈরি করবো। সেখানে আমি সপ্তাহে অন্তত ২ দিন এসে আপনাদের সাথে মতবিনিময় করবো। আমার সে ঘরের দরজা গজারিয়ার সর্বস্থরের মানুষের জন্য খোলা থাকবে। এছাড়াও গজারিয়ার সার্বিক উন্নয়নে আপনারা আমাকে পাশে পাবেন।“
কর্মসূচীতে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান জনাব রেফায়েত উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল হক মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান কিমানা কিবরিয়ানী নুপুর সহ অন্যন্য নেত্রীবৃন্দ।
এছারা আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শফিউল্লাহ শফি, শাহজাহান খান, মোস্তফা খান। সেচ্ছাসেবকলীগ নেতা মূজাম্মেল হক, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও হাফিজুর রহমান জিতু প্রমুখ।
টাইমস
Leave a Reply