রাজধানীর পল্লবীতে যুবককে গুলি করে হত্যা

murderরাজধানীর পল্লবীতে সুমন (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার গ্রামের বাড়ি মু্ন্সিগঞ্জে। শনিবার রাত ৯টার দিকে পল্লবীর ধ-ব্লকে সাংবাদিক প্লটের পিছনে ওয়াপদা-২ নম্বর গলিতে ৭/৮ জন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করলে সে গুরুতর আহত হয়।পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পল্লবীর থানার ওসি জিয়াউজ্জামান জানান, সুমন পল্লবীর বাবু ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে পল্লবী থানায় ডাকাতি ও চাঁদাবাজির দুইটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, সুমনের প্রতিপক্ষরাই তাকে হত্যা করেছে।

তিনি আরো জানান, নিহত সুমনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মায়ের কাছে নিহতের হওয়ার খবরটি জানানো হয়েছে।

শীর্ষ নিউজ

Leave a Reply