ইমতিয়াজ বাবুলঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখ জিন্নাত আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী খুন হয়েছে। রোববার তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান, সকালে উপজেলার কেইয়ান ইউনিয়নের লক্ষিবিলাশ বিলের একটি পুকুরে তাল লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতের কোন এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। তবে তার শরীরে কোন অঘাতের চিহ্ন না থাকলেও হাত-পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার পিতার নাম মৃত শেখ আছমত আলী। সে চালতী পাড়া গ্রামে দীঘ দিন যাবৎ শ্বশুর শেখ তাজদ্দিনের বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করছিল।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, নিহত জিন্নাত আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের ধারণা মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে সে খুন হয়ে থাকতে পারে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে।
Leave a Reply