ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পুলিশের এএসআই ইমান নামের বেইমান খ্যাত পুলিশ সদস্য সম্প্রতি টঙ্গীবাড়ী থানা থেকে সিরাজদিখান থানায় বদলী হয়েছেন। তাকে নিয়ে বাংলা পোষ্ট, মুন্সীগঞ্জ ডট কম, মুন্সীগঞ্জ বার্তা ও মুন্সীগঞ্জ টাইমস সহ বেশ কিছু অনলাইনে সংবাদ প্রকাশের পর সে টঙ্গীবাড়ী থেকে সিরাজদিখান থানায় বদলী হয়েছে।
এর আগে প্রায় ৪ মাস পূর্বে তাকে র্যাবে বদলী করা হলেও সে র্যাবে যোগদান না করে উপর মহলে তদবীর করে থেকে যান টঙ্গীবাড়ী থানায়। টঙ্গীবাড়ী থানায় প্রায় ২ বছর সময় কর্মরত থাকা অবস্থায় এই পুলিশ সদস্য ঘুস বানিজ্য, পেন্ডিং মামলা বানিজ্য, পার্সর্পোট ও আদালতের নোটিশ তদন্ত বানিজ্য, মাদক মামলার আসামী ধরে তাদের আপ্তীয় স্বজনদের সামনে আসামীকে পিটিয়ে টাকা আদায়, নির-অপরাধ লোকদের ধরে থানায় এনে টাকা আদায় সহ বিভিন্ন অপকর্ম করে গেছেন।
এছাড়া থানায় সে ডিউটি অফিসার কর্মরত অবস্থায় কেউ সাধারণ ডায়রী করতে আসলেও তাকে কমপক্ষে ৫ শত টাকা দিতে হতো অন্যথায় ভূক্তিভোগী জনসাধরনকে বিরম্বনার শিকার হতে হতো। সে সাংবাদিক জনসাধারনের সামনে অকপটে বলতো কোন ঘটনায়ই ৫ শত টাকার নিচে নেননা সে। মুখে এ কথা বললেও উপজেলার হাটে বাজারে পরিচিত লোক পেলেই তাকে শাসিয়ে বেনসন সিকেরেটের প্যাকেট আদায় করতে দেখা গেছে তাকে।
Leave a Reply