সাইফুল আলম: নদীর মাধ্যমে ঢাকা থেকে ভেসে আসা বর্জ্য, ধলেশ্বরী ও শীতলক্ষার তীরে গড়ে উঠা কলকারখানার বর্জ্য ও নৌযানের বর্জ্য দূষিত করে দিচ্ছে মুন্সীগঞ্জকে। বর্ষায় বৃষ্টির পানিপ্রবাহ ও উজান স্রোতে দূষণের মাত্রা কম হলেও শুকনো মৌসুমে দূষণের মাত্রা তীব্র হচ্ছে।
দূষণের ফলে চাষাবাদসহ নানা ব্যবহারে খাদ্যে প্রবেশ করছে ক্ষতিকর দূষিত পদার্থ। আর এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এই দূষণের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মুন্সীগঞ্জ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে।
বর্ষা মৌসুমে উজানের পানিপ্রবাহে দূষিত পদার্থ নদীর পানির সঙ্গে মিশে সাগরে চলে যায় বলে দূষনের মাত্রা কিছুটা কম থাকে। কিন্তু শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা এত বেশি যে এসব জলাভূমির অধিকাংশ জলজ প্রাণী বর্ষার শেষের দুই-তিন মাসের মধ্যেই মারা যায়।
বিশেষ করে মুন্সীগঞ্জের আড়িয়াল বিল ও ধলেশ্বরী নদীতে জীববৈচিত্রেও এখন মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য নিরীক্ষণ ও গবেষণাগারের প্রধান বিজ্ঞানী ড. লুতিফুল বারী জানান, দূষণের ফলে উত্পাদিত খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক ভারি ধাতব উপাদান যুক্ত হচ্ছে। দেহের জন্য ক্ষতিকারক লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, জিঙ্ক খাদ্যশৃঙ্খলে যুক্ত হয়ে আমাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, পোশাক কারখানা, ওষুধ কারখানা, টেক্সটাইল ও ট্যানারির অপরিশোধিত বর্জ্য পানিতে মিশে তা নদীসহ জলাশয়ের পানিতে ক্ষতিকারক ক্যাডমিয়ামের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। আর এতে করে ক্যানসার, কিডনি বিকল ও হূদরোগের মতো জটিলতা বাড়ছে।
ভয়াবহ এ দূষণ থেকে রক্ষা পেতে কী করা উচিত এমন প্রশ্নের জবাবে পরিবেশ অধিদফতরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. সুলতান আহমেদ বলেন, শিল্পকারখানার বর্জ্য পরিশোধন না করে যত্রতত্র ফেলার জন্য এ মুক্ত জলাশয়গুলো দূষণের শিকার হচ্ছে। ভয়াবহ এ দূষণের হাত থেকে রক্ষা পেতে পরিবেশ আইন প্রয়োগের পাশাপাশি শিল্পমালিকদের আরও সচেতন করা প্রয়োজন। সেই সঙ্গে শিল্পকারখানাগুলোর বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) চালু রাখা এবং যথাযথ বর্জ্য পরিশোধন করে তারপর সেগুলো ড্রেনে ছাড়া উচিত।
মুন্সিগঞ্জটাইমস
Leave a Reply