উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জে একক প্রার্থী বাছাই করতে খালেদা জিয়ার নির্দেশ

upzilalogoউপজেলা নির্বাচনে বিএনপি থেকে একক প্রার্থী দিতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানকে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ উপজেলা নিয়ে গঠিত এ জেলায় উপজেলা চেয়ারম্যান ও ২টি ভাইস-চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে দলের বেগম জিয়ার কথা মতো একক প্রার্থী দিতেই হচ্ছে আব্বাস-আমানকে।

বিএনপির শীর্ষ পর্যায়ের ওই নেতার কাঁধে চেপেছে নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়ার গুরু দায়িত্ব। জেলার শ্রীনগর ও সদরে আগামী ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার খেসারতের কথা ভেবেই মুন্সীগঞ্জসহ রাজধানীর আশপাশের জেলাগুলোর প্রতিটি উপজেলায় ‘একক প্রার্থীর’ গুরুত্ব দিচ্ছে বিএনপি। শুক্রবার রাতে শহরের থানারপুল চত্বরের জেলা বিএনপির অফিসে দলের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল এ সব তথ্য দিয়েছেন।


তিনি জানান, দলের চেয়ারপারসনের নির্দেশে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনে মুন্সীগঞ্জের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে ইতিমধ্যে রুদ্ধদ্বার বৈঠক করা হয়েছে।

সমকাল

Leave a Reply