বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে সার্বজনীন পূজা কমিটি জাপান প্রতিবাদসভা

MoniJapanJan2014রাহমান মনি: দশম জাতীয় সংসদ নির্বাচনোত্তর ক্রমাগত সহিংসতায় বাংলাদেশের বিভিন্ন জনপদের সাধারণ মানুষের ওপর সশস্ত্র নির্যাতন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর অব্যাহত নির্যাতন, লুটপাট, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির-উপাসনালয়ে অগ্নিসংযোগসহ সকল প্রকার ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে টোকিওতে এক প্রতিবাদসভার আয়োজন করে সার্বজনীন পূজা কমিটি জাপান। সর্বস্তরের প্রবাসীরা তাতে যোগ দেয়।

১২ জানুয়ারি ২০১৪ জাপানের রাজধানী টোকিওর কিতা সিটি উকিমা ফুরেআইকানে আয়োজিত সান্ধ্যকালীন এই প্রতিবাদসভায় স্বল্প সময়ের নোটিশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করে অমানবিক এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সহমর্মিতা প্রকাশ করেন শতাধিক প্রবাসী।


সার্বজনীন পূজা কমিটি জাপানের উপদেষ্টা কিশোর কান্তি বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদসভাটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রাক্তন সভাপতি সুখেন ব্রহ্ম।
MoniJapanJan2014
প্রতিবাদসভায় প্রবাসীরা আক্রান্তদের সহমর্মিতা প্রকাশ করে বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে খুব সহজেই পার পাওয়া যায় বলে সংখ্যালঘু নির্যাতন হয়েই যাচ্ছে। ১৯৭১ পরবর্তী প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনোত্তর বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছে। ১৯৭২, ’৭৩, ’৭৪, ’৭৫ এবং ১৯৭৯, ’৮৬, ’৮৮, ’৯১, ’৯৬, ২০০১, ২০০৮, ২০১৩ প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনপরবর্তী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ই বেশি আক্রান্ত হয়ে আসছে। সংখ্যালঘুরা থাকলে ভোট পাওয়া যায় এবং চলে গেলে সম্মতি পাওয়া যায় এই তত্ত্বে বিশ্বাসী হয়ে সুবিধাবাদী কিছুসংখ্যক দুষ্কৃতকারী প্রশাসনের সহযোগিতায় এই কুকর্ম করে পার পেয়ে যাচ্ছে বলে দ্বিগুণ উৎসাহ নিয়ে আবার চালিয়ে যায় বলে প্রবাসীরা অভিমত ব্যক্ত করে বলেন, এখন থেকে আর প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সব ধর্মের লোক সহাবস্থান করে আসছে। কোনো ধর্মীয় কারণে এই দেশে আজও কোনো বড় ধরনের অঘটন ঘটেনি। কিন্তু স্বার্থান্বেষীদের নগ্ন থাবায় নিরীহ সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে আসছে। এই অপকর্মে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সব একজোট। কারণ তারা জানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো সঠিক ব্যবস্থা নেয়া হবে না। রামু এবং পাবনার সাঁথিয়ার ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, যে দেশে কোনো অঘটন ঘটামাত্র তদন্ত না করার আগেই কোনো একটি দিকে অঙ্গুলি নির্দেশ করা হয় তখন আর বুঝতে বাকি থাকে না যে, যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হবে সে সর্ষের ভিতরেই ভূত রয়েছে। তাই সবার আগে সর্ষের ভূত তাড়াতে হবে। তার জন্য চাই সম্মিলিত প্রয়াস।

প্রতিবাদসভায় বক্তব্য রাখেন রাহমান মনি, জিয়াউল ইসলাম, মুনশী খ. আজাদ, জুয়েল আহসান কামরুল, মোঃ জাকির হোসেন জোয়ার্দার, অজিত বড়–য়া, মোতালেব শাহ আইয়ুব প্রিন্স, মোল্লা অহিদুল ইসলাম, কাজী লাল, মীর রেজাউল করিম রেজা, হাফেজ আলাউদ্দিন, মোঃ আতিকুর রহমান, মিছবাউল কবির, মোঃ আলমগীর হোসেন মিঠু, সুনীল রায়, খন্দকার আসলাম হিরা, সনত বড়–য়া, মোঃ আজিজুর রহমান শিমুল, ছালেহ্ মোঃ আরিফ, নূর হোসেন রনি, বিমান কুমার পোদ্দার, মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা নির্বাচনোত্তর বাংলাদেশে প্রতিনিয়ত মন্দির বা উপাসনালয় ভাঙা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া, অবৈধভাবে দখল, লুটতরাজ, শারীরিক লাঞ্ছনা ও হুমকিধামকি বন্ধে কঠোর পদক্ষেপসহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। সেই সঙ্গে তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয় প্রতিবাদসভায়।

বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে ধর্মীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে। নতুবা প্রবাস থেকে দুর্বার আন্দোলন করে বিশ্বজনমত তৈরি করা হবে বলে প্রবাসীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবশেষে ক্ষতিগ্রস্তদের জন্য সম্মিলিত সমবেদনা জানানো হয়।

rahmanmoni@gmail.com

সাপ্তাহিক

Leave a Reply